৪৯-এও মালাইকার আকর্ষণীয় চেহারা অবাক করে সকলকে। পুলের ধারে সিলভার ওয়ান পিস পরে ফোটোশ্যুট করলেন তিনি। যা দেখে ঘুম উড়েছে নেটিজেনদের ।
ফের ফোটোশ্যুট করে খবরে এলেন মালাইকা আরোরা। সদ্য ডাব্বু রত্নানি শেয়ার করেছেন তাঁর কিছু ছবি। যেখানে পুলের ধারে দেখা যাচ্ছে মালাইকাকে। আর এই ছবি ঘুম কেড়েছে সকলের। ছবি বেশ আকর্ষণীয় দেখাচ্ছে মালাইকাকে। ৪৯-এ এমন আকর্ষণীয় লুক অবাক করেছে সকলকে। ছবিতে পুলের ধারে দেখা যাচ্ছে মালাইকাকে। সিলভার ওয়ান পিস পরেছেন তিনি। যাতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। এটি একটি মনোকিনি পোশাক। কোনও ছবিতে দেখা যাচ্ছে পুলের ধারে সেক্সি লুকে ধরা দিয়েছেন নায়িকা।