উদ্ভট পোশাকের দরুন আবারও লাইম লাইটে এলেন উরফি । সদ্য অনুষ্ঠিত হওয়া গ্রাজিয়া মিলেনিয়া অ্যাওয়ার্ড শো-তে সাহসী লুকে ধরা দিলেন ফ্যাশন কুইন ।
উদ্ভট পোশাকের দরুন আবারও লাইম লাইটে এলেন উরফি । সদ্য অনুষ্ঠিত হওয়া গ্রাজিয়া মিলেনিয়া অ্যাওয়ার্ড শো-তে সাহসী লুকে ধরা দিলেন ফ্যাশন কুইন ।
সবুজ রঙের শাড়ি পরেছিলেন। তার সঙ্গে পরেছিলেন এই সোনালী রঙের ব্রেস্ট প্লেট টপ। আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া একবার এমন সাজে দেখা গিয়েছিল। এবার হলিউড অভিনেত্রীকে নকল করলেন উরফি। এক বিশেষ ধরনের প্লাস্টার দিয়ে তৈরি করা হয় ব্রেস্ট প্লেট টপ। এই প্লাস্টার শরীরে ঢেলে মাপ নেওয়া হয়। তারপর তা শুকিয়ে গেলে সঠিক আকৃতি দেওয়া হয়। এই ভাবে তৈরি করা হয় টপটি। এটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই জানান উরফি।