স্বামী সূরজ নামভির সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন মৌনি রায় । সেখানের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । বোল্ড লুকে দেখা যাচ্ছে মৌনিকে ।
স্বামী সূরজ নামভির সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন মৌনি রায় । সেখানের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । বোল্ড লুকে দেখা যাচ্ছে মৌনিকে । কোথাও লাল টু পিসে দেখা যাচ্ছে তাঁকে । কোথাও সাদা টপ আর শর্ট স্কার্টে দেখা গিয়েছে মৌনিকে । ব্যালকনিতে দাঁড়িয়েও ছবি দিয়েছেন তিনি।