'জেলার' মুক্তির পর ছোট্ট বিরতি পেয়েছে তামান্না ভাটিয়া । আর এই ছুটি তেই মালদ্বীপ গেলেন অভিনেত্রী । সেখানে বিকিনিতেও দেখা যায় তামান্নাকে ।
'জেলার' মুক্তির পর ছোট্ট বিরতি পেয়েছে তামান্না ভাটিয়া । আর এই ছুটি তেই মালদ্বীপ গেলেন অভিনেত্রী । সেখানে বিকিনিতেও দেখা যায় তামান্নাকে । মালদ্বীপে চুটিয়ে ছুটি উপভোগ করছেন তামান্না । ছবি ও ভিডিও শেয়ারের পর তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।