টেলিফোন আর টেলিফোনের তারের বানানো পোশাক পড়ে তাক লাগালেন উরফি জাভেদ । মুহূর্তেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
টেলিফোন আর টেলিফোনের তার দিয়ে পোশাক | নবরূপে নজর কাড়লেন উরফি জাভেদ | কানে লম্বা লম্বা টেলিফোনের তারের দুল | স্তন ঢেকেছেন টেলিফোনের আদলে তৈরি পোশাক দিয়ে | তারের পোশাক দিয়ে তৈরি করেছেন মিনিস্কার্ট | তিনি ভক্তদের বার্তাও দিয়েছেন | বলেছেন টেলিফোনের ড্রেস পরে পুজো উদযাপন করছেন |