বাবার বয়সি নায়কের সঙ্গে উদ্দাম নাচ, উর্বশীর ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ

Published : Jan 04, 2025, 12:17 PM IST
urvashi rautela

সংক্ষিপ্ত

বাবার বয়সি নায়কের সাথে উর্বশী রাউতেলার একটি আইটেম গানের ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। অশ্লীল ভঙ্গিতে নাচের জন্য তাঁকে তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে।

বাবার বয়সি নায়কের সঙ্গে উদ্দাম নাচ। নেটিজেনদের রোষের মুখে উর্বশী রাউতেলা। সদ্য ভাইরাল হল তাঁর এক আইটেম সং-র ভিডিও। সেখানে অশ্লীল ভঙ্গিতে নাচতে দেখা গেল তাঁকে। ৬৪ বছর বয়সী নায়কের সঙ্গে নাচলেন উর্বশী।

তার এই ভিডিও ভাইরাল হতেই শুনতে হল কটাক্ষ। কেউ লিখলেন, এমন অশ্লীল নাচ কীভাবে নাচতে পারে নায়িকা? একজন এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এ কী দেখতে হচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? কোরিওগ্রাফার যতই এইসব শেখাক না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারে? অত্যন্ত কুরুচিকর।

২০১৩ সালে সানি দেওলের সিং সাব দ্য গ্রেট ছবি দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী রাউতেলা। একাধিক ছবিতে কাজ করলেও অভিনেত্রী হিসেবে সেভাবে নাম করতে পারেননে উর্বশী। এবার তেলেগু ছবিতে পা রাখছেন নায়িকা। চলতি মাসের ১২ তারিখে মুক্তি পাবে সেই ছবি। সদ্য ভাইরাল সেই ছবির গান। যেখানে এমন অশ্লীন নাচ দেখা গেল নায়িকার। তা নেট দুনিয়ায় ভাইরাল হতেই শুনতে হল কাটক্ষ। চারিদিকে শোনা গেল ছিঃ ছিঃ।

 

 

এদিকে কদিন আগে ব্যক্তিগত কারণে খবরে আসেন তিনি। একবার তাঁকে প্রশ্ন করা হয় তিনি কবে বিয়ে করছেন। তখন বলেন, তাঁর কাটনি যোগ চলছে। যদি কারুর কাটনি যোগ চলে তবে তাঁর সেই সময় বিয়ের মতো শুভ কাজ করা উচিত নয়। সেই সময় বিয়ের জন্য উপযুক্ত নয়। এতে ভালোর বদলে খারাপ হবে। তিনি আগামী ২ বছরের মধ্যে বিয়ে করবেন না বলে জানান।

এদিকে ঋষভ পান্তের সঙ্গী উর্বশীর সম্পর্কের কথা সকলেরই জানা। ২০২২ সালে উর্বশী বলেছিলেন ঋষভ নাকি ১০ ঘন্টা উর্বশীর জন্য হোটেলে অপেক্ষা করেছিল। তাঁর ১৬-১৭টি মিসড কল দেখে মন খারাপ হওয়ার কথা জানিয়েছিলেন। সে সময় থেকেই উর্বশী ও ঋষভের সম্পর্ক ছিল চর্চার বিষয়। তবে, পরে উর্বশী সে সম্পর্ক অস্বীকার করে।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?