আঁটসাঁট পোশাকে দুর্ধর্ষ বোল্ড লুকে দেখা দিলেন অভিনেত্রী তথা মডেল উর্বশী রাউতেলা। মুম্বইয়ের বান্দ্রায় একটি রেস্তোরাঁর সামনে কালো চশমায় দেখা দিলেন তন্বী। পাপারাৎজিদের আবদারে ক্যামেরার জন্য পোজও দিলেন হাসিমুখে।
তিনিই উর্বশী, তিনিই অপ্সরা...। গাঢ় নীল স্লিভলেস টপে ঢেউ খেলছে দুরন্ত বক্ষখাঁজ, আঁটসাঁট পোশাকে দুর্ধর্ষ বোল্ড লুকে দেখা দিলেন অভিনেত্রী তথা মডেল উর্বশী রাউতেলা। মুম্বইয়ের বান্দ্রায় একটি রেস্তোরাঁর সামনে কালো চশমায় দেখা দিলেন তন্বী। গাঢ় কমলা রঙের হ্যান্ড ব্যাগটি নজর কেড়েছে আরও বেশি। পাপারাৎজিদের আবদারে ক্যামেরার জন্য পোজও দিলেন হাসিমুখে।