সত্য হল জল্পনা, বিক্রি হল করণ জোহরের সংস্থার অর্ধেক শেয়ার, জেনে নিন কে কিনলেন
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ বিক্রি হয়েছে সেরা ইনস্টিটিউট-র কর্ণধার আদার পুনাওয়ালার কাছে। প্রায় ১ হাজার কোটি টাকায় এই বিক্রি সম্পন্ন হয়েছে, ধর্মার লোকসানের পর।
বহুদিন ধরেই জল্পনা চলছিল করণ জোহর নাকি নিজের সংস্থার একটি শেয়ার বিক্রি করতে চলেছেন। কেউ আন্দাজ করেছিলেন তা কিনবেন আম্বানি আবার কেউ বলেন গোয়েঙ্কা কিনবেন তাঁর সম্পত্তি।
ধর্মা প্রোডাকশনের ৯০.৭ শতাংশের মালিক করণ। বাকি ৯.২৪ শতাংশের মালিক তাঁর মা হিরু জোহর। দীর্ঘদিন ধরে লোকশানে চলছিল ধর্মা প্রোডাকশন। সে কারণেই সংস্থার কিছু শতাংশ বিক্রির কথা ভাবেন করণ।
শোনা গিয়েছিল, সংস্থার ৩০ শতাংশ বিক্রি করতে চেয়েছিলেন করণ। এই কারণে তিনি গৌতম আদানির সঙ্গে কথা বলেন। তারপর গোয়েঙ্কা গোষ্ঠীর সঙ্গেও কথা হয় বলে খবর রটেছিল।
শেষে শোনা যায়, আম্বানি কিনতে চলেছে ধর্মা প্রোডাকশন। মুকেশ আম্বানি ইতিমধ্যে বিভিন্ন সংস্থার অংশীদার। তিনি জিও স্টুডিও, ভায়াকম ১৮ স্টুডিও, একতা কাপুরের বালাজি টেলিফিল্ম-সহ আরও কত কীর মালিক।
শোনা গিয়েছিল, আম্বানি কিনবেন করণের ধর্মা প্রোডাকশনের একটি অংশ। তবে, বাস্তবে হল তার উল্টোটা।
ধর্মা প্রোডাকশনের অর্ধেক শেয়ার বিক্রি হল। তা কিনলেন সেরা ইনস্টিটিউট-র কর্ণধার আদার পুনাওয়ালা।
আদারের প্রযোজনা সংস্থা সেরিন প্রোডাকশন-র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ কিনেছেন তারা।
এখন প্রশ্ন কত টাকায় বিক্রি হল ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ? রিপোর্ট বলছে ১ হাজার কোটি টাকা খবর করে আদার পুনাওয়ালা এই সংস্থার ৫০ শতাংশ কিনেছেন।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ধর্মা প্রোডাকশন লোকসানে চলছিল। একের পর এক ছবি ফ্লপ করে। তালিকায় আছে, সেলফি, লাইগার, গোবিন্দা নাম মেরা, ব্রাক্ষ্মাস্ত্র-সহ আরও ছবি।
সে কারণে বিক্রি হল সংস্থার ৫০ শতাংশ। এখন দেখার ফের কোন নতুন চমক নিয়ে আসেন করণ।