'আদিপুরুষ' মুক্তির আগেই 'চুম্বন' বিতর্ক! শিরোনামে অভিনেত্রী কৃতি শ্যানন ও চলচ্চিত্র নির্মাতা ওম রাউত। নেটিজেনদের ট্রলিং-এর শিকার হলেন তাঁরা। কৃতি শ্যানন ও ওম রাউত তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে যান।
'আদিপুরুষ' মুক্তির আগেই 'চুম্বন' বিতর্ক! শিরোনামে অভিনেত্রী কৃতি শ্যানন ও চলচ্চিত্র নির্মাতা ওম রাউত। নেটিজেনদের ট্রলিং-এর শিকার হলেন তাঁরা। কৃতি শ্যানন ও ওম রাউত তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে যান। 'আদিপুরুষ'-এর প্রচারে তারা গিয়েছিলেন। গোল বাঁধল মন্দির থেকে বেরনোর সময়। ওম রাউত বিদায় জানাতে কৃতির গালে একটি বন্ধুত্বপূর্ণ চুম্বন করেছিলেন। এই ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য পড়ে যায়। মন্দিরের প্রাঙ্গণে অভিনেত্রীকে চুম্বন করা ভুল। অনেকেরই দাবি সেখানে যা ঘটেছে তা মোটেও আপত্তিকর নয়, তবে কেউ কেউ বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।