আদিপুরুষ প্রদর্শনীতে সিনেমা হলে বাঁদরের প্রবেশ । বাঁদরের কীর্তিতে সিনেমা হলে হাসির রোল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাঁদরের ভিডিও ।
আদিপুরুষ প্রদর্শনীতে সিনেমা হলে বাঁদরের প্রবেশ, সিনেমা হলের দেওয়ালে বসে পর্দায় আদিপুরুষে চোখ | বাঁদরের কীর্তিতে সিনেমা হলে হাসির রোল পরে । বাঁদরের কীর্তি ধরা পড়ল মোবাইল ক্যামেরায় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাঁদরের ভিডিও . কোথায় ঘটেছে এমন ঘটনা জানা যায়নি । শুক্রবার মুক্তি পেয়েছে আদিপুরুষ, যার কাহিনি দানা বেঁধেছে রামায়ণকে ঘিরে। রামের ভূমিকায় প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন ।