তুলকালাম সিনেমা হলে, দরজা ভাঙার চেষ্টা! ২ বছর বাদে অভিনেতাকে দেখে তাণ্ডব প্রভাস ভক্তদের

Published : Jan 09, 2026, 11:50 AM IST
prabhas film the raja saab twitter review star cast day 1 collection prediction

সংক্ষিপ্ত

ভয় আর কৌতুকের মিশেলে তৈরি এই ছবি এ দিন দেশের বেশিরভাগ জায়গাতেই সকালের শো পেয়েছে। হায়দরাবাদের একাধিক প্রেক্ষাগৃহে সূর্য ওঠার আগেই জমে ওঠে ভিড়।

দু’বছর আগে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ দর্শকদের কতটা চমকে দিতে পেরেছিল, তা আজ আর অনেকেরই স্পষ্ট মনে নেই। কিন্তু প্রভাসকে ঘিরে অনুরাগীদের উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। দীর্ঘ অপেক্ষার পর ‘রাজাসাব’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরতেই আবেগে বাঁধ ভাঙল ভক্তদের। শুক্রবার ভোর হতেই সিনেমা হলের সামনে নজিরবিহীন উত্তেজনা। ভয় আর কৌতুকের মিশেলে তৈরি এই ছবি এ দিন দেশের বেশিরভাগ জায়গাতেই সকালের শো পেয়েছে। হায়দরাবাদের একাধিক প্রেক্ষাগৃহে সূর্য ওঠার আগেই জমে ওঠে ভিড়। 

প্রিয় নায়ককে বড়পর্দায় দেখার অপেক্ষায় থিকথিক করছে দর্শকসারী। অপেক্ষা করতে করতে একসময় ধৈর্যচ্যুত হয়ে পড়েন কয়েকজন। কোথাও প্রেক্ষাগৃহের দরজায় ধাক্কাধাক্কি, কোথাও আবার পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা। নির্ধারিত সময়ে দরজা খুলতেই যেন হুড়োহুড়ি—কে আগে গিয়ে প্রভাসের প্রথম ঝলক দেখবেন! যদিও এই বিশৃঙ্খলার মধ্যেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অধিকাংশ অনুরাগীর হাতেই ছিল প্রভাসের পোস্টার, মুখে একটাই নাম। 

ভক্তদের পাশাপাশি সিনে মহলের ধারণা, থালাপতি বিজয়ের ‘জানা নায়াগান’ মুক্তি না পাওয়ায় পরিস্থিতি আপাতত প্রভাসের পক্ষেই অনুকূল। এই মুহূর্তে বক্স অফিসে তাঁর সরাসরি কোনও প্রতিদ্বন্দ্বী নেই বলেই মত অনেকের। উল্লেখযোগ্য বিষয় হল, ‘রাজাসাব’ ছবির জন্য পারিশ্রমিক কমিয়েছেন প্রভাস। শোনা যাচ্ছে, প্রায় ৫০ কোটি টাকা কম নিয়েছেন তিনি, যাতে ছবির প্রযুক্তি ও ভিজুয়াল মান আরও উন্নত করতে পারেন নির্মাতারা। এদিকে ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শিবকার্তিকেয়নের ‘পরশক্তি’। সেই ছবি ‘ধুরন্ধর’-এর মতো সাফল্য পায় কি না, এখন সেদিকেই নজর। তা না হলে আপাতত প্রভাসের জন্য বক্স অফিসে যে একেবারে খোলা মাঠ—সে কথাই বলছেন অনেকে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

সিনেমার গল্প ফেইল! পূনমকে প্রথম দেখেই ভাল লাগে শত্রুঘ্ন সিনহার, তখন প্রেমিকা রিনা রায় কী করলেন জানেন?
প্রকাশ্যে এল 'মা ইন্তি বাঙারাম', নতুন লুকে দেখা দিলেন সামন্থাকে, রইল চমক