শাহরুখ খান মুম্বই বিমান বন্দরে, সঙ্গে রয়েছে তাঁর টিম। তবে কোনও কথা বলেননি। বা পোজ দেননি। শুধুমাত্র হাসি দিয়েই মুগ্ধ করতে চেয়েছেন।
পাঠান জওয়ান পরপর দুটো ছবি সুপারহিট। তৃতীয় ছবি মুক্তির অপেক্ষায়। বিন্দাস মেজাজে বলিউড বাদশা। শাহরুখ খান মুম্বই বিমান বন্দরে। সঙ্গে রয়েছে তাঁর টিম। তবে কোনও কথা বলেননি। বা পোজ দেননি। শুধুমাত্র হাসি দিয়েই মুগ্ধ করতে চেয়েছেন।