
অভিষেক-ঐশ্বর্যের বিবাহবার্ষিকী: সকল বিতর্কের অবসান ঘটল একটি ছবিতে। ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নানান জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে। শোনা গিয়েছিল, তাদের সম্পর্কে জটিলতা দেখা গিয়েছে। একে অপরের থেকে আলাদা থাকেন। শোনা যাচ্ছিল, অভিষেকের দিদি শ্বেতার কারণে দূরত্ব বেড়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে। এবার এই সকল বিতর্কের অবসান ঘটালেন নায়িকা নিজেই।
গতকাল অর্থাৎ রবিবার ছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ১৮ তম বিবাহবার্ষিকী। জীবনের এই বিশেষ দিনে দীর্ঘ সময় পর অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা। সঙ্গে তাদের একমাত্র কন্যা আরাধ্যা। ক্যাপশনে ছিল শুধু সাদা রঙের ভালোবাসার ইমোজি।
সদ্য নিজের বিবাহ বার্ষিকীতে একটি ছবি পোস্ট করেন ঐশ্বর্য। যেখানে সাদা রঙের পোশাকে দেখা যাচ্ছে অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাকে। অভিষেকের চোখে লাল ফ্রেমের চশমা। তিনি একসঙ্গে জড়িয়ে ধরে আরাধ্যা এবং ঐশ্বর্যকে।
এই ছবি পোস্ট করেই ঐশ্বর্য প্রমাণ করেছেন যে তাঁর ও অভিষেকের সম্পর্কে কোনও দূরত্বই নেই। এই ছবি পোস্ট করতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লেখেন, এই পরিবারের হাসি যেন সব সময় একই রকম থাকে। কেউ লেখেন, সকল খারাপ নজর থেকে বেঁচে থাক এউ জুটি। আবার কেউ লেখেন, ভগবানের আশীর্বাদ যেন অভি-অ্যাশের ওপর থাকে। আবার একজন লেখেন, তাদের ভালোবাসা সাদা রঙের মতো আরও স্বচ্ছ ও পবিত্র হয়ে উঠেছে।
এদিকে গতবছর ডিসেম্বরে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে তাদের দেখা যায় একসঙ্গে। এমনকী আরাধ্যার জন্মদিনও একসঙ্গে পালন করেন তাঁরা। পাশাপাশি আরাধ্যার স্কুলের অনুষ্ঠানেও অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা যায় অভিষেক-ঐশ্বর্যকে। শেষ অভিষেক বচ্চনকে দেখা গিয়েছিল রেমো ডিসুজা পরিচালিত বি হ্যাপি ছবিতে। তেমনই ঐশ্বর্যকে দেখা যায়, পণিয়ান সেলভান ছবিতে।
দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদের গুজব নিয়ে খবরে ছিলেন এই দুই তারকা।