তবে কি সম্পর্কে সত্যিই ভাঙন অভিষেক -ঐশ্বর্যের? শেষমেশ মুখ খুললেন বচ্চন পুত্র

Published : Apr 22, 2024, 10:42 AM ISTUpdated : Apr 22, 2024, 10:43 AM IST
Aishwarya and abhisekh bacchan celebrates their anniversary with aaradhya

সংক্ষিপ্ত

আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন? শেষমেশ এই নিয়ে মুখ খুললেন বচ্চন পুত্র

আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। বহুদিন ধরেই দুজনের বিচ্ছেদ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। এমনকী মেয়েকে নিয়ে নাকি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য। এমনও খবর পাওয়া গিয়েছে চারিদিকে। জয়া এবং শ্বেতার জন্যই সংসারে টিকতে পারছেন না ঐশ্বর্য এমনই শোনা যাচ্ছিল চারিদিকে। তাই নাকি এবার পাকাপাকি ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। এমনকি, মেয়ে আরাধ্যাও নাকি বাবার থেকে দূরে সরে গিয়েছেন। দাদু, অমিতাভের সঙ্গেও তাঁর ছবি সামাজিক মাধ্যমে খুব একটা দেখা যেত না। অনেকের মনেই এই নিয়ে প্রশ্ন ছিল।

আম্বানি পরিবারের অনুষ্ঠানেও সপরিবারে একসঙ্গে ছিলেন না তাঁরা। ঐশ্বর্য এবং অভিষেকের আলাদা থাকার বিষয়ে জয়াকে দোষ দিচ্ছিলেন অনেকেই। সকলের সঙ্গে খারাপ আচরণ করেন জয়া এই নিয়েও প্রশ্ন উঠছিল চারিদিকে। তবে, এবার সব সমস্যার সমাধান। এত আলোচনা এবং বিতর্কেও কেন চুপ করেছিলেন অভিষেক? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিষেক।…

নিজেদের বিবাহবার্ষিকীতে তিনজনে মিলে, একসঙ্গে একটি ছবি তুললেন অভিষেক। মেয়েকে মাঝে নিয়ে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ঐশ্বর্য অভিষেককে। ছবির ক্যাপশনে ছিল বেশ কয়েকটি ইমোজি। আর এই ছবি দেখেই বেশ আনন্দিত হলেন ভক্তরা। তারকা দম্পতির মধ্যে সম্পর্ক যে একদম ঠিক আছে তা বোঝা গেল এই ছবি দেখেই।

এই ছবিতে তাঁদের অনুরাগীদের পাশাপাশি ভালবাসা জানালেন বহু তারকাও। ববি দেওল থেকে রিতেশ দেশমুখ, সোনু সুদ সহ অনেকেই ভালোবাসা জানিয়েছেন বচ্চন দম্পতিকে।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে