
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘ জল্পনার পর অবশেষে প্রকাশ্যে এল টিজার। আর এই তৃতীয় কিস্তি যে আগের দুইয়ের থেকে অনেক বেশি চমকপ্রদ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল দৃশ্যম ৩-র টিজার। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে ফিরছে সালগাঁওকর পরিবার। ২ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। বক্স অফিসে সাফল্যের পর ২০২২ সালে আসে দৃশ্যম ২। প্রায় আড়াই কোটি আয় করেছিল ছবিটি। এবার পালা তৃতীয় কিস্তির। ছবিতে অজয় দেবগণ ছাড়াও আছেন টাব্বু, শ্রিয়া সরণ, অক্ষয় খান্না।
ট্রেলার বলছে, এবারের গল্প আরও জটিল হতে চলেছে। বিজয় সালগাঁওকর কি এবার ধরা পড়বে নাকি ফের পুলিশের জাল ছিঁড়ে সে আবারও পরিবারের জন্য নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে পারবে? জানা যাবে এই কিস্তিতে। টিজারেই অজয়কে বলতে শোনা গিয়েছে, ‘কাহানি আভি খতম নেহি হুই, আখরি হিসসা বাকি হ্যায়’।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক পাঠক। এই ফ্রাঞ্চাইজির শেষ ও চূড়ান্ত অধ্যায়টি দর্শকদের সামনে আনতে চলছে প্রস্তুতি। সদ্য় মুক্তি পেল টিজার। টিজার মুক্তি পেতেই তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে নজর কেড়েছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরে গিয়েছে। সকলেই তাঁদের অপেক্ষার কথা লিখেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।