সিনেমার জন্য বানরের হাতে চড় খেয়েছিলেন! এবার তাদেরকেই ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার, কেন?

Published : Oct 30, 2024, 01:25 PM ISTUpdated : Oct 30, 2024, 01:38 PM IST
সিনেমার জন্য বানরের হাতে চড় খেয়েছিলেন! এবার তাদেরকেই ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার, কেন?

সংক্ষিপ্ত

এবার মানুষের নয় বরং বানরদের দায়িত্ব নিলেন অক্ষয় কুমার! খাবার খাওয়ার জন্য দান করলেন ১ কোটি টাকা

অযোধ্যা: শ্রীরাম জন্মভূমি মন্দির অবস্থিত উত্তরপ্রদেশের অযোধ্যার বানরদের খাওয়ানোর একটি প্রকল্পে অংশ নিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। জগৎগুরু স্বামী রাঘবাচার্য জি মহারাজের নেতৃত্বাধীন আঞ্জনেয় সেবা ট্রাস্টের এই উদ্যোগে বলিউড তারকা এক কোটি টাকা দান করেছেন। 

তার মা-বাবা হরি ওম, অরুণা ভাটিয়া এবং প্রয়াত প্রবীণ অভিনেতা রাজেশ খান্নার স্মরণে অক্ষয় কুমার এই দান করেছেন বলে জানা গিয়েছে অক্ষয় কুমারের টিমের তরফে।  

আঞ্জনেয় সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রিয়া গুপ্ত অক্ষয় কুমারকে এই দানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। “অক্ষয় কুমার পশুদের জন্য অসাধারণ দয়া ও উদারতা দেখিয়েছেন। তিনি কেবল তাৎক্ষণিকভাবে দান করেননি, এই সেবা তার পরিবারের ঐতিহ্য বলেও জোর দিয়েছেন। এই দানের পাশাপাশি বানরদের খাওয়ানোর ফলে শহরে কোনও অসুবিধা বা ময়লা-আবর্জনা তৈরি না হয় সেদিকেও তিনি জোর দিয়েছেন।”

সিনেমায় অজয় দেবগন, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান প্রমুখের সাথে অক্ষয় কুমার অভিনয় করছেন রোহিত শেট্টি পরিচালিত সিনেমা 'সিংহাম অ্যাগেইন'-এ, যা দীপাবলিতে মুক্তি পাবে। 'হাউসফুল ৫', 'ওয়েলকাম টু দ্য জঙ্গল', 'ভূত বংলা', 'স্কাই ফোর্স' হল অক্ষয় কুমারের আসন্ন সিনেমা। এর মধ্যে ১৪ বছর পর প্রিয়দর্শন-অক্ষয় কুমার জুটিতে আসছে 'ভূত বংলা', যা বলিউড অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত