সিনেমার জন্য বানরের হাতে চড় খেয়েছিলেন! এবার তাদেরকেই ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার, কেন?

এবার মানুষের নয় বরং বানরদের দায়িত্ব নিলেন অক্ষয় কুমার! খাবার খাওয়ার জন্য দান করলেন ১ কোটি টাকা

অযোধ্যা: শ্রীরাম জন্মভূমি মন্দির অবস্থিত উত্তরপ্রদেশের অযোধ্যার বানরদের খাওয়ানোর একটি প্রকল্পে অংশ নিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। জগৎগুরু স্বামী রাঘবাচার্য জি মহারাজের নেতৃত্বাধীন আঞ্জনেয় সেবা ট্রাস্টের এই উদ্যোগে বলিউড তারকা এক কোটি টাকা দান করেছেন। 

তার মা-বাবা হরি ওম, অরুণা ভাটিয়া এবং প্রয়াত প্রবীণ অভিনেতা রাজেশ খান্নার স্মরণে অক্ষয় কুমার এই দান করেছেন বলে জানা গিয়েছে অক্ষয় কুমারের টিমের তরফে।  

Latest Videos

আঞ্জনেয় সেবা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রিয়া গুপ্ত অক্ষয় কুমারকে এই দানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। “অক্ষয় কুমার পশুদের জন্য অসাধারণ দয়া ও উদারতা দেখিয়েছেন। তিনি কেবল তাৎক্ষণিকভাবে দান করেননি, এই সেবা তার পরিবারের ঐতিহ্য বলেও জোর দিয়েছেন। এই দানের পাশাপাশি বানরদের খাওয়ানোর ফলে শহরে কোনও অসুবিধা বা ময়লা-আবর্জনা তৈরি না হয় সেদিকেও তিনি জোর দিয়েছেন।”

সিনেমায় অজয় দেবগন, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান প্রমুখের সাথে অক্ষয় কুমার অভিনয় করছেন রোহিত শেট্টি পরিচালিত সিনেমা 'সিংহাম অ্যাগেইন'-এ, যা দীপাবলিতে মুক্তি পাবে। 'হাউসফুল ৫', 'ওয়েলকাম টু দ্য জঙ্গল', 'ভূত বংলা', 'স্কাই ফোর্স' হল অক্ষয় কুমারের আসন্ন সিনেমা। এর মধ্যে ১৪ বছর পর প্রিয়দর্শন-অক্ষয় কুমার জুটিতে আসছে 'ভূত বংলা', যা বলিউড অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari