৩ মাসের মধ্যে ফের বাড়ি বেচে দিলেন অক্ষয় কুমার! বারবার কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেতা?

Published : Mar 10, 2025, 05:41 PM ISTUpdated : Mar 10, 2025, 05:42 PM IST
৩ মাসের মধ্যে ফের বাড়ি বেচে দিলেন অক্ষয় কুমার! বারবার কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেতা?

সংক্ষিপ্ত

৩ মাসের মধ্যে ফের বাড়ি বেচে দিলেন অক্ষয় কুমার! বারাবার কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেতা?

Akshay Kumar Sold His Apartment: বলিউড অভিনেতা অক্ষয় কুমার মুম্বইয়ের বোরিवली ইস্ট এলাকায় তাঁর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কয়েক কোটি টাকায় বিক্রি করেছেন। এই চুক্তি ৮ মার্চ ২০২৫-এ হয়েছে। অ্যাপার্টমেন্টটি 'স্কাই সিটি' বিল্ডিংয়ে, যেটি ওবেরয় রিয়েলটি তৈরি করেছে। এই সোসাইটি ২৫ একর জুড়ে বিস্তৃত। অক্ষয়ের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ১,০৭৩ স্কোয়ার ফিটের এবং এতে দুটি কার পার্কিং রয়েছে।

অ্যাপার্টমেন্ট বিক্রি করে অক্ষয় কুমারের কত কোটি লাভ?

খবর অনুযায়ী, অক্ষয় কুমার ২০১৭ সালে এই অ্যাপার্টমেন্ট ২.৩৭ কোটি টাকায় কিনেছিলেন। ২০২৫ সালে সেটি ৪.৩৫ কোটি টাকায় বিক্রি করেছেন। এই ডিলে তাঁর ১৮৩.৫৪% লাভ হয়েছে। এই লেনদেনে অক্ষয় কুমার ২৬.১ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি ও ৩০,০০০ টাকার রেজিস্ট্রেশন চার্জ দিয়েছেন। যদিও এই বিষয়ে অক্ষয় কুমার এখনও মুখ খোলেননি।

আপনাকে জানাই, অক্ষয় কুমার ২০২৫ সালের জানুয়ারিতে এই সোসাইটির আরও একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন। তিনি সেই ফ্ল্যাটটিও ২০১৭ সালের নভেম্বরে ২.৩৮ কোটি টাকায় কিনেছিলেন। জানুয়ারিতে সেটি ৪.২৫ কোটি টাকায় বিক্রি করেন।

অক্ষয় কুমারের আপকামিং প্রোজেক্ট

অক্ষয় কুমারের ২০২৫ সালের প্রথম সিনেমা 'স্কাই ফোর্স' ২৪ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকদের খুব পছন্দ হয়েছে। এই সিনেমার মাধ্যমে বীর পাহারিয়া বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অক্ষয় ও বীর ছাড়াও এই সিনেমায় সারা আলি খান, নিমরত কৌর এবং শরদ কেলকারও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সিনেমাটি ১৯৬৫ সালে পাকিস্তানের সারগোধা এয়ারবেসে ভারতের পাল্টা হামলার ওপর ভিত্তি করে তৈরি। এছাড়া অক্ষয়ের আপকামিং প্রোজেক্টের মধ্যে রয়েছে 'হাউসফুল ৫', 'জলি এলএলবি ৩' এবং 'ভূত বাংলো'-র মতো আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায়।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?