আলিয়া ভাট কি আবার মা হতে চলেছেন? নামও ঠিক করে ফেলেছেন দ্বিতীয় সন্তানের!

Published : Mar 07, 2025, 01:07 PM IST

আলিয়া ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে আসতে চলেছেন বলে মনে হচ্ছে। তাঁদের প্রথম কন্যা রাহার দুই বছর পূর্ণ হতে চলেছে, আর এই সময়েই বলিউড অভিনেত্রী আরেকটি সন্তানের পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

PREV
16
বলিউড তারকা আলিয়া ভাট তাঁর দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। এক কন্যাসন্তানের মা আলিয়া এবার পুত্রসন্তানের আশা করছেন।
26
অল্প বয়সেই বলিউডে তারকা অভিনেত্রী হিসেবে উঠে এসেছেন আলিয়া। রণবীরের সাথে প্রেম করে কাপুর পরিবারের বউমা হয়েছেন।
46
আলিয়া এবং রণবীর আগে থেকেই সন্তানের নাম ঠিক করে রাখেন। ছেলেদের নাম বেশি খুঁজছেন বলে জানা গেছে।
56
নাম জানতে চাইলে আলিয়া লজ্জা পেয়েছিলেন। শাশুড়ি নীতু কাপুর রাহা নামটি প্রস্তাব করেছিলেন।
66
রাহা মানে শান্তি, আনন্দ। রাহাকে দেখার জন্য ভক্তরা অপেক্ষা করেন। বিমানবন্দরে রাহা সবাইকে হাই বলেছিলেন।
click me!

Recommended Stories