দীপিকার ক্ষতি করার অভিযোগ নিয়ে নেটিজেনদের আক্রোশের মুখে পড়লেন আলিয়া

Published : Sep 07, 2025, 10:21 PM IST
Latest Alia Bhatt style earrings for festive look

সংক্ষিপ্ত

সম্প্রতি লিভাইস ডেনিম ব্রান্ড থেকে দীপিকা পাদুকোন কে সরিয়ে আলিয়া ভাটকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। নেটিজেনদের আক্রোশের মুখে আলিয়া ভাট

দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি আমেরিকান পোশাক কোম্পানি Levi's-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় ঝড় উঠেছে। দীপিকা পাড়ুকোনের ভক্তরা আলিয়ার এই পদপ্রাপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

দীপিকা পাড়ুকোন এতদিন Levi's-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই জায়গা থেকে আলিয়া ভাটকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হলে দীপিকার অনুরাগীরা রোশে ফেটে পড়েন। তারা প্রশ্ন তোলেন, কেন তাদের প্রিয় অভিনেত্রীকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল? সোশ্যাল মিডিয়ায় অনেকেই আলিয়াকে এই জায়গা 'চুরি' করার জন্য সরাসরি আক্রমণ করেছেন। কেউ কেউ আবার আলিয়াকে দীপিকার প্রতি ঈর্ষান্বিত বলেও অভিযোগ করেছেন।

আমেরিকার একটি জামাকাপড়ের সংস্থা সম্প্রতি আলিয়াকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছেন। শুক্রবারই ওই সংস্থার ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে আলিয়ার নাম ঘোষিত হয়েছে। আর তার পর থেকেই আলিয়ার উপর চড়াও হয়েছেন দীপিকার অনুরাগীরা। এর আগে, দীর্ঘদিন ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন দীপিকা। তাঁকে সরিয়ে আলিয়া চুক্তি হাসিল করেছেন বলে অভিযোগ তোলা হচ্ছে।

এ নিয়ে দীপিকা বা আলিয়া, কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে দুই নায়িকার অনুরাগীদের মধ্যে এই তিক্ততা নতুন কিছু নয়। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কপূরকে বিয়ে করা নিয়েও কটাক্ষ সইতে হয় আলিয়াকে। এমনকি, ‘গোলিওঁ কি রাসলীলা রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবতে’র পর দীপিকার পরিবর্তে সঞ্জয়লীলা বনশালী কেন আলিয়াকে নিয়ে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ করলে, সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও আলিয়া এবং দীপিকা বরাবরই পরস্পরের প্রশংসা করেছেন।

আলিয়া ভাটকে সর্বশেষ 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাকে ওয়াইআরএফ-এর স্পাই ফিল্ম 'আলফা'-তে দেখা যাবে। এছাড়াও, তিনি সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে তার অভিনেতা স্বামী রণবীর কাপুর এবং অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন। 'ব্রহ্মাস্ত্র'-এর পর এটিই হবে রণবীরের সঙ্গে তার দ্বিতীয় কাজ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা