বোম্যান ইরানি
লাইফ ইজ আ রেস। আগর তুম নেহি ভাগোগে, তো কোই তুমহে কুচল কর আগে নিকল জায়েগা…। আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই ডায়লগ কার। থ্রি ইডিয়টস ছবিতে একজন শিক্ষকের চরিত্রে বোম্যান ইরানি সকলের নজর কেড়েছিলেন। কলেজ জীবন, সফল হওয়ার লড়াই থেকে শুরু করে জীবনের এক অন্যরকম পাঠ দেখিয়েছে এই ছবি।