৫১-তে পা দিলেন শ্বেতা বচ্চন নন্দা , জেনে নিন অমিতাভের মেয়ে কত কোটি টাকার সম্পত্তির মালিক

শ্বেতা বচ্চনের জন্মদিন। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন ৫১ বছরে পা দিলেন। তাঁর জন্ম ১৯৭৪ সালে মুম্বইতে। শ্বেতা বচ্চন পরিবারের একমাত্র সদস্য, যিনি সিনেমা থেকে দূরে রয়েছেন।

 

Sayanita Chakraborty | Published : Mar 17, 2025 5:13 PM
16
শ্বেতা বচ্চন, অমিতাভ বচ্চনের মেয়ে ৫১ বছর পূর্ণ করলেন। অভিনয়ে তাঁর এত ভয় যে তিনি কখনও সিনেমায় আসার কথা ভাবেননি।
26
শ্বেতা বচ্চন কেন সিনেমায় আসেননি, তা তিনি নিজেই জানিয়েছেন। স্কুলে কিছু নাটকে অভিনয় করার পর তাঁর ভয় লাগে।
36
শ্বেতা বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ১৬০ কোটি টাকা। গত বছর অমিতাভ বচ্চন তাঁর বাংলো 'প্রতীক্ষা' শ্বেতাকে দিয়েছেন।
46
শ্বেতা বচ্চন একজন ফ্যাশন ডিজাইনার। তিনি তাঁর ফ্যাশন ব্র্যান্ড MxS শুরু করেছেন। এখান থেকে তিনি ভালো রোজগার করেন।
56
শ্বেতা বচ্চনের বিয়ে ১৯৯৭ সালে করিনা কাপুরের তুতো ভাই নিখিল নন্দের সঙ্গে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
66
বিয়ের পর শ্বেতা বচ্চন ১০ বছর পরিবারের দায়িত্ব সামলেছেন। এরপর তিনি মডেলিংয়ের পাশাপাশি কিছু বিজ্ঞাপনে কাজ করেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos