বৃহস্পতিবারই আনুষ্ঠানিক বাগদান হয়ে গেল মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে অনন্তের। এনকেোর হেলথকেয়ার এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে বাগদান হয়ে গেল অনন্তের ।
আম্বানি পরিবারে এবার খুশির হাওয়া | শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি | বৃহস্পতিবারই আনুষ্ঠানিক বাগদান হয়ে গেল মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছেলে অনন্তের | এনকেোর হেলথকেয়ার এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে বাগদান হয়ে গেল অনন্তের | অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে অ্যান্টিলিয়াতে | সম্পূর্ণ গুজরাতি নিয়ম মেনে বাগদান সম্পন্ন হয়েছে আম্বানি পরিবারের ছোট ছেলের | শিল্পজগতের নামী-দামী ব্যক্তিত্ব থেকে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে |