মুম্বইয়ের কনসার্টে পাসুরি গান গেয়ে ভক্তদের চোখে জল আনলেন অরিজিৎ সিং, গায়কের সুরে আবারও বুঁদ দেশবাসী

অরিজিৎ সিং মানেই এক হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা,এবারে ভালোবাসার পারদকে আরও চড়িয়ে বিখ্যাত গান পাসুরি গেয়ে অনুরাগীদের চোখে জল এনেছেন তিনি।

বেশ কয়েকমাস আগে পাসুরি নামে একটি গান দর্শকদের কাছে এতটাই প্রিয় হয়ে ওঠে যে গানটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে ওঠে। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন অরিজিৎ সিং। উক্ত অনুষ্ঠানে পাসুরি গান গেয়ে দর্শকদের আরও মাতিয়ে তোলেন অরিজিৎ। বর্তমানে তার লাইভ পারফরম্যান্সের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যা প্রকাশ মাত্রই ভাইরাল হতে থাকে, একে একে প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টেও ভরে উঠেছে সেই ভিডিও।

ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আয়ুষ্মান সিনহা। ভিডিওটি শেয়ার করে তিনি জানিয়েছেন," অপূর্ব একটি রাত, অপূর্ব একটি ভাইব। অরিজিৎসিং-এর কাছে হিট গানের সবচেয়ে বড় একটি ক্যাটালগ রয়েছে, কিন্তু তিনি তার পছন্দের গানগুলি করেন #পাসুরির একটি নতুন উপস্থাপনা হয়েছে এবং ছেলেটি কি সুন্দর!"এছাড়াও তিনি পাকিস্তানি গায়ক আলী শেট্টি, শাই গিল এবং সুরকার জুলফিকার জব্বার খানকেও ট্যাগ করেছেন, যিনি জুলফি নামে বেশি পরিচিত।

Latest Videos

 

 

মাত্র এক দিন আগে শেয়ার করার পর ভিডিওটি বর্তমানে ৩.৩ লক্ষ ভিউ পেয়েছে এবং সংখ্যাটি কেবল বেড়েই চলেছে। শুধু লাইকেই নয়, ভুরি ভুরি কমেন্টে অরিজিৎকে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। একজন ব্যক্তি পোস্ট করেছেন, "রাজার গাওয়া সমস্ত গান মনে গেঁথে যায়।" তো অন্যজন লিখেছেন "একদম পরাবাস্তব। আমি সেখানে ছিলাম এবং এটা খুব ভাল ছিল, এমনকি আমি কেঁদেছিলাম," অন্য একজন মন্তব্য করে। একজন লিখেছেন"পরবর্তী স্তর। প্রতিটি নোট সহ নিখুঁত কভার। এই কারণেগ রাজা!!!!" আর একজন ভক্ত লিখেছেন "অরিজিৎ সিং নামই যথেষ্ট... তিনি একজন জীবন্ত কিংবদন্তি,"।

আরও পড়ুন

কাধখোলা লো নেক পোশাকে গর্জিয়াস অনন্যা, হট ক্লিভেজের নেশায় বুঁদ অনুরাগীরা

স্কিনফিট পোশাকে ঠেলে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা, সেক্সি লুকে চরম সীমা পার করলেন এষা গুপ্তা

করণ জোহরের ভ্যানেটি ভ্যানের অন্দরসজ্জা হার মানাবে উচ্চ মধ্যবিত্তের বাড়িকেও, আসুন একবার উঁকি মেরে দেখি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?