বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনা অভিনীত-পরিচালিত ইমার্জেন্সি, কী কারণে এই সিদ্ধান্ত?

কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত 'ইমার্জেন্সি' ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে না। ছবিটির বিষয়বস্তু নয়, বরং দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মুক্তির আগেই বিপাকে ইমার্জেন্সি। বাংলাদেশ ব্যান করে করে দিল এই ছবিটি। কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ইমার্জেন্সি ছবি ফের পড়ল বিপাকে। এমনিতে, এই ছবি মুক্তির বিরোধিতা করেছিলেন অনেকেই। যদিও সব বাধা পেরিয়ে আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। কিন্তু, আপাতত ইমার্জেন্সি ছবি নিয়ে আপত্তি জানাল প্রতিবেশী রাষ্ট্রের। বাংলাদেশে ইমার্জেন্সি মুক্তি নিয়ে শুরু হয়েছে জটিলতা। সেখানে মুক্তি পাবে না ছবিটি।

এই ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। ১৯৭৫ সালে ভারতে যে একুশ মাস জরুরি অবস্থা জারি ছিল, সেই সময়কেই তুলে ধরা হয়েছে। এই ছবিতে চিত্রনাট্য লেখা, পরিচালনা থেকে অভিনয় সবই করেছেন কঙ্গনা।

Latest Videos

এবার এই ছবি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে মুক্তি পাবে না ছবিটি। প্রশ্ন উঠল কেন নেওয়া হল এমন সিদ্ধান্ত। সূত্রের খবর, এই সিদ্ধান্তের সঙ্গে ছবির বিষয়বস্তুর কোনও যোগ নেই। কিন্তু, এই সময় দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বতী সরকারের।

এদিকে ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন গোড়া থেকেই। মুক্তি যুদ্ধে সামরিক, অসামরিক সব রকমের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার। বাংলাদেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করার পর শেখ মুজিবুর রহমান এসেছিলেন কলকাতায়। ১৯৭২ সালের জানুয়ারিতে ইন্দিরা মুজিব সমাবেশ করেন। এই সমাবেশ হয়েছিল ব্রিগেডে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক উঠে আসতে পারে ছবিতে বলে ধারণা অনেকের। হয়ত সে কারণে ইমার্জেন্সি মুক্তি পাবে না বাংলাদেশে। এমনই মনে করছেন অনেকে। এই ছবিতে কঙ্গনা ছাড়াও আছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মিলিন্দ সোমান, বিশাক নায়ার, সতীশ কৌশিক-সহ আরও অনেকে। ছবিতে চারটি গান আছে। যা গেয়েছেন উদিত নারায়ণ, নাকাশ আজিজ, নকুল অভয়ঙ্কর, হরিহরন, মোনালি ঠাকুর সহ আরও অনেকে।

 

Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
Baghajatin Update : বাঘাযতীনে বেআইনি নির্মাণ ঘিরে তুঙ্গে তরজা! প্রতিবাদে বামেরা | CPIM Protest
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News