চেহারার কাটিংয়ে ১ নম্বরে আছে রশ্মিকা মান্দানা, বাংলাদেশের ধর্মগুরুর মন্তব্যে সমালোচনা সর্বত্র

বাংলাদেশি পণ্ডিত আমির হামজা রশ্মিকা মন্দানার সৌন্দর্যের প্রশংসা করে বিতর্কে জড়িয়েছেন। তিনি হাওয়ার সৌন্দর্যের সাথে তুলনা করেছেন রশ্মিকাকে। পরে তিনি ফেসবুকে ক্ষমা চেয়েছেন।

ফের বিতর্কে বাংলাদেশ। মুফতি আমির হামজা নামে এক বাংলাদেশি পণ্ডিতের বক্তব্য হল ভাইরাল। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ মেহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করে থাকেন। এবালর রশ্মিকা মন্দানাকে নিয়ে বিশেষ মন্তব্য করলেন তিনি।

সৃষ্টিকর্তার সৃষ্টি সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে, আপনারা ইন্টারনেট ঘাটবেন। ২৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে আছে রশ্মিকা মান্দানা। নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাঁকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দ ছিলেন আমাদের আদি নাতা হাওয়া।

Latest Videos

আমির হামজার এই বক্তব্য় মুহূর্তে হল ভাইরাল। সকলেই সমালোচনা করেন তাঁরা। এই নিয়ে তিনি একটি ফেসবুকে বিবৃতি দেন। সেখানে তুল ধরা হল, আসসালামু আলাইকুম প্রিম তৌহিদী জনতা। আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি। যাতে আপনার আমার বিষয় মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যে সব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক? নাকি ভিন্ন বাস্তবতা আছ? সম্প্রতি, সিরিয়ার কারাগার থেকে মুক্ত নন্দিদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে।

এভাবে নিজের হয়ে বিশেষ বক্তব্য রাখে তিনি। তবে, রাশ্মিকাকে নিয়ে এমন কুকথা নজর কেড়েছে বিশ্বের। যা মুহূর্তে হল ভাইরাল। তার শারীরিক গঠন নিয়ে এমন মন্তব্যবে নিন্দার ঝড় এই ধরনের মন্তব্যে।

Share this article
click me!

Latest Videos

'৪০ রাফেল রাখা আছে, ২ টা রাফেল পাঠাবো নাকি মোল্লা ইউনূস!' বিস্ফোরক Suvendu Adhikari | Bangladesh
ফের Mamata Banerjee-কে ‘ফেক’ বললেন Suvendu Adhikari, কেন? দেখুন | Suvendu Adhikari
'ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আর কি...ওরা বাড়ছে, এখনও ঘুমাবেন!' রুদ্রমূর্তিতে Suvendu Adhikari
ওপারে অস্থিরতা, এপারে উন্মুক্ত সীমান্ত! Bangladeshi দুষ্কৃতিদের নাশকতার ছক! India Bangladesh News
ইমনের পর বাংলা ভাষা নিয়ে সরব Prosenjit Chatterjee, দেখুন কী বলছেন তিনি