৩০শে মার্চ মুক্তি পাচ্ছে অজয় দেবগন পরিচালিত ভোলা । ছবির প্রচারে ব্যস্ত অজয় দেবগন ও তব্বু । এদিন কপিল শর্মা শোতে ছবির প্রচার সারলেন তারা ।
ভোলা একটি ওয়ান-ম্যান আর্মির গল্প | সিনেমায় প্রধান ভূমিকায় অজয় দেবগন এবং তব্বু | সিনেমা প্রেমীদের যথেষ্ট উৎসাহ জুগিয়েছে এই ছবির ট্রেলার | পরিচালক হিসাবে এটি অজয় দেবগণের চতুর্থ ছবি | এদিন কপিল শর্মা শোতে ছবির প্রচার সারলেন অজয়-তব্বু জুটি |