সোমবার মুম্বইতে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল অজয় দেবগণের আগামী ছবি 'ভোলা'র ট্রেলার, ৩০শে মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি । ভোলা নিয়ে আশাবাদী অজয় দেবগন, টাবুরা ।
সোমবার মুম্বইতে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল অজয় দেবগণের আগামী ছবি 'ভোলা'র ট্রেলার, ৩০শে মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি । চলচ্চিত্রটি একটি ওয়ান-ম্যান আর্মির গল্প | সিনেমায় প্রধান ভূমিকায় অজয় দেবগন এবং টাবু | সিনেমা প্রেমীদের যথেষ্ট উৎসাহ জুগিয়েছে এই ছবির ট্রেলার | পরিচালক হিসাবে এটি অজয় দেবগণের চতুর্থ ছবি | ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয় দেবগন, টাবু ছাড়াও ভূষণ কুমারকে দেখা যায় | ভোলা নিয়ে আশাবাদী অজয় দেবগন, টাবুরা ।