জন ও বিপাশার সম্পর্ক নিয়ে মন্তব্য, ভাইরাল অমিতাভ বচ্চনের এক সাক্ষাৎকার

Published : Jan 07, 2025, 11:42 AM IST
Amitabh Bachchan Emotional

সংক্ষিপ্ত

জন আব্রাহাম ও বিপাশা বসুর সম্পর্ক নিয়ে অমিতাভ বচ্চনের পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। অমিতাভ বচ্চন, জন আব্রাহাম এবং বিপাশা বসু সম্পর্ক নিয়ে বিশেষ মন্তব্য করেন। 

ভাইরাল হল পুরনো এক সাক্ষাৎকার। এ সময় শ্যুটিং সেটে দেওয়া অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার তৈরি করেছিল বিতর্ক। জন ও বিপাশাকে নিয়ে মন্তব্য় করেছিলেন অমিতাভ।

এক সময় বলিউড চর্চার শীর্ষে ছিল জন ও বিপাশার সম্পর্ক। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জন ও বিপাশা। তারপর নানান কারণে তা ভেঙে যায়। জন বিয়ে করেন ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের এক মেয়েকে। আর বিপাশা ও করণ সিং গ্রোভারের সম্পর্কের কথা সকলের জানা। তাঁদের মেয়ে দেবী প্রায়শই আসেন খবরে।

এবার বহুদিন পর জন ও বিপাশার সেই সম্পর্ক ফের এল খবরে। জিসম ছবিতে দুই তারকার উষ্ণ রসায়ন ঝড় তুলেছিল। বাস্তবেও তাঁরা তখন সম্পর্কে ছিলেন। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিল বিপাশা ও জনের প্রেম। তাঁদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন অমিতাভ। অ্যায়তবার ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেন জন ও বিপাশা। বিপাশার বাবার চরিত্রে অভিনয় করে ছিলেন অমিতাভ। সেই সময় এক সাক্ষাৎকার দেন অমিতাভ। বলেন, বিপাশা বলেছিল রোগ আমার কেন হবে।

আসলে কনজাংটিভাইটিস হয়েছিল জন। সেই অসুখ নিয়েই শ্যুটিং সেটে আসেন। এ কথা শুনে চমকে যান সিমি। সিমি কিছুটা মজা করেই সেটের অন্যদের পরামর্শ দেন, অমিতাভ যা যা স্পর্শ করছেন, তা যেন কেউ ভুলেও স্পর্শ না করেন। অন্যথায় কনজাংটিভাইটিস ছড়িয়ে পড়বে। এই শুনে পাল্টা মজা করেন অমিতাভ। তিনি বলেন, আরে আমার থেকে কেন কিছু হবে। আমি তো কিছু করিনি। জনকে তো স্পর্শ করেন বিপাশা। আমি কেন করতে যাব।

২০০২ থেকে সম্পর্ক ছিল জন আব্রাহাম ও বিপাশা বসুর। তখন তারা ছিলেন পাওয়ার কাপেল। কিন্তু, ২০১১ সালে ছন্দপতন। ভেঙে যায় জন আব্রাহাম ও বিপাশা বসুর প্রেম। প্রথমে নামি বিপাশা ভেঙে পড়েছিলেন বলে শোনা যায়। পরে করণের সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়েও করেন।

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত