"মুখে কালি মাখানো হবে" কমল হাসানের মন্তব্য শুনে রে রে করে উঠল নেটিজেনরা! অভিনেতাকে ঘিরে তুলকালাম

Published : May 28, 2025, 01:06 PM IST
Actor Kamal Hasan. (Photo/X@ikamalhaasan)

সংক্ষিপ্ত

কমল হাসানের মন্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য সমাজ মাধ্যমে! রে রে করে উঠলেন নেটিজেনরা, কী বলেছেন অভিনেতা?

কমল হাসান সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন যে, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে হয়েছে। এই মন্তব্যের পর কর্নাটকের মানুষদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর এই বক্তব্যকে অপমানজনক বলে মনে করছেন। এর ফলে কমল হাসানের বিরুদ্ধে হুমকি আসতে শুরু করেছে এবং কর্নাটকে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।

‘ঠগ লাইফ ইন চেন্নাই’ ছবির অনুষ্ঠানে কমল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমার। সেই অনুষ্ঠানে কমল বলেন, “তামিল ভাষা আমার জীবন ও পরিবার। শিবাজীকুমার হলেন সেই পরিবারেরই এক সদস্য, যিনি অন্য রাজ্যে থাকেন। তাই তিনি আজ এখানে এসেছেন। আমি শুরুতেই বলেছিলাম, তামিল আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষার শিকড় তামিলেই— তাই আপনিও আমাদেরই অংশ।”

এরপর কমল হাসানের মন্তব্য ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই তাঁকে কটাক্ষ করে বলেন, “ইতিহাস জেনে তবে কথা বলুন। আমরা কোনও ধর্মান্ধের কাছ থেকে ভাষা শিখব না।” এমন নানা রকমের বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকে তাঁর দিকে। এমনকি কেউ কেউ হুমকি দেন, কমলের মুখে কালি মাখানো হবে। এক কন্নড় বাসিন্দা বলেন, “কন্নড় ভাষার ইতিহাস প্রায় ২০০০ বছরের পুরনো। এটি বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি।”

কন্নড় রক্ষণশীল নেতা প্রবাণ শেট্টি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “কমল হাসানকে আমরা সতর্ক করছি। আপনি কর্নাটকে ব্যবসা করতে চান, অথচ কন্নড় ভাষার অপমান করছেন? আমরা আপনার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলাম, কিন্তু আপনি পালিয়ে গেলেন। যদি কন্নড় ভাষার বিরুদ্ধে আবার কিছু বলেন, তাহলে আপনার ছবি এই রাজ্যে নিষিদ্ধ করা হবে।”

এই মন্তব্যের পরেও কমল হাসান কোনও প্রতিক্রিয়া জানাননি। অনুষ্ঠানে তিনি এই নিয়ে কিছু বলেননি বা কোনও আপত্তিও তোলেননি। তবে কর্নাটকের মানুষজন এই মন্তব্যে ক্ষুব্ধ। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই কন্নড় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক সোনু নিগমও।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?