জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দা, কী হয়েছিল তাঁর?

Published : Nov 12, 2025, 08:28 AM ISTUpdated : Nov 12, 2025, 08:33 AM IST
govinda

সংক্ষিপ্ত

বলিউড অভিনেতা গোবিন্দা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গেলে তাঁকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আইনজীবী জানিয়েছেন, তিনি বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। তার আইনজীবী এবং বন্ধু ললিত বিন্দাল ইন্ডিয়া টুডেকে এই খবর নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, ‘গোবিন্দ জি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন।’

৬১ বছর বয়সী এই অভিনেতাকে তার বাসভবনে অজ্ঞান অবস্থায় দেখার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে চিকিৎসকরা অভিনেতারা নানা রকম শারীরিক পরীক্ষা করছে বলে জানা গিয়েছে।

এর আগে ২০২৪ সালে তিনি হাসপাতালে ভর্তি হন। নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ব্যবহার করার সময় বিপদ ঘটে। দুর্ঘটনাক্রমে তার পারে গুলি লাগে। সে সময় হাসপাতালে ভর্তি হন অভিনেতা। বেশ কিছুদিন থাকার পর সুস্থ হয়ে ছাড়া পান।

তার আগে ২০২১ সালে কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ে অভিনেতার। সেসময়ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। গত রাতে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হন।

এদিকে, গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রায় ১ সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। সোমবার তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। সোমবার অভিনেতাকে দেখতে তাঁর পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। কিন্তু, রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটিই খবর। তিনি নাকি প্রয়াত হয়েছেন। অনেকে অভিনেতার ছবি পোস্ট করে আত্মার শান্তি কামনা করেন। আবার কেউ কেউ শোক প্রকাশ করেন। অভিনেতার মৃত্যু সংবাদ চাওড় হতেই মুখ খোলেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল ও কন্যা এষা দেওল। সোশ্যাল মিডিয়ায় জানান তিনি জীবিত। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি