বলিউডে ফের নক্ষত্রপতন, ৭৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা সতীশ শাহ, ভুগছিলেন কিডনির রোগে

Published : Oct 25, 2025, 04:32 PM ISTUpdated : Oct 25, 2025, 04:51 PM IST
Satish Shah Death

সংক্ষিপ্ত

জনপ্রিয় বলিউড অভিনেতা সতীশ শাহ ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু জনি লিভার। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

ফের খারাপ খবর বলিউডে। প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা। শোকের ছায়া বলিউডে। অজস্র ছবি থেকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

শোনা যাচ্ছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর দীর্ঘদিনের বন্ধু, পরিচালক অশোক পণ্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছে। ঘন্টাখানেক আগে কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এক মুহূর্তে বিলম্ব না করেই বিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর।’

এদিকে কদিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই শোকের ছায়া সর্বত্র ছড়িয়ে পড়েছিল। পোস্ট অনুসারে, ঋষভ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। সেখানেই প্রয়াত হন তিনি। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। এদিকে আবার পরিচালক অশোক পণ্ডিত তাঁর ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি অভিনেতার মৃত্যুর কারণ শেয়ার করেন। তিনি বলেছেন, আমি আপনাদের সঙ্গে একটা দুঃখের খবর শেয়ার করতে চাই। আমাদের বন্ধু একজন মহান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকল হওয়ার কারণে মারা গিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি হঠাৎ করেই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে শিবাজি পার্কের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মরদেহ বান্দ্রার বাসভবনের আনা হবে। এটি আমাদের শিল্পের জন্য একটি বিশাল ক্ষতি।

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি