Alia Bhatt News: সদ্য 'কান' চলচ্চিত্র উৎসব সেরে দেশে ফিরেছেন তিনি। আর তারপরই মুম্বইয়ের ক্লিনিকের বাইরে দেখা গেল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। ক্লিনিকের বাইরে কী করছেন আলিয়া? বিশদে জাানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট? বলিউডের অন্দরে কান পাতলে তেমনটাই অবশ্য কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাপুর দম্পতি। তবে সম্প্রতি আলিয়াকে দেখা গিয়েছে ডাক্তারের ক্লিনিকের বাইরে। আর তারপরই চর্চায় রয়েছে আলিয়ার ফের মা হওয়ার সম্ভাবনার খবর।
210
দিদি হচ্ছে ছোট্ট রাহা?
২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন আলিয়া ভাট। বিয়ের কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসে আলিয়ার মা হওয়ার খবর। সেই বছরই জন্ম নেয় রাহা। তাহলে এবার কী দিদি হতে চলেছে রণবীর কন্যা!
310
কান-এর মঞ্চ থেকে শুরু জল্পনা
গত মে মাসে প্যারিসে আয়োজিত কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই আলিয়ার দ্বিতীয়বার মা হওয়ার সম্ভাবনার খবর নিয়ে শুরু চর্চা অনুরাগীদের মধ্যে। তাহলে কী খুব শীঘ্রই কাপুর পরিবারে আসছে দ্বিতীয় সন্তান!
কানের রেড কার্পেটে আলিয়া পরেছিলেন আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও দিয়েছিলেন বিশেষ ধরনের অ্যাকসেসরি। কিন্তু এই পোশাকে নাকি ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতোদর। আর তারপরেই শুরু হয় যাবতীয় জল্পনা কল্পনা!
510
বান্দ্রায় ডাক্তারের ক্লিনিকে আলিয়া?
অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আলিয়ার পরনে রয়েছে ঢিলেঢালা প্যান্ট ও তার সঙ্গে ঢিলেঢালা সোয়েট শার্ট। মাথায় টুপি। খুব তাড়াহুড়ো করে তাঁকে ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। আর এই ভাবে আলিয়াকে দেখে অনুরাগীদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন বলি অভিনেত্রী।
610
আলিয়ার অন্তঃসত্ত্বার খবরে জল্পনা
গত কয়েক দিন ধরেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে ফ্যানেদের মধ্যে। যদিও অভিনেত্রী এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে কিছু দিন আগে এক পডকাস্ট অনুষ্ঠানে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন। তাই এবার দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।
710
কানে নজর কাড়েন অভিনেত্রী
চলতি বছরের গত মে মাসে প্যারিসে আয়োজিত কান চলচ্চিত্র উৎসবে এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। ফ্রেঞ্চ রিভেরাঁয় মোট তিনটি লুকে ধরা দেন এই বলিউড অভিনেত্রী। প্রথম দিন প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেসে চোখ ধাঁধিয়ে দেন সকলকে।
810
লাল গালিচায় স্পটলাইটে আলিয়ার লুক
শুধু তাই নয়, আবার কখনও রাতের পার্টিতে তাঁর পোশাকে ফুটে ওঠে নক্ষত্র সমাহার। আর সমাপ্তি অনুষ্ঠানের দিন ‘গুচ্চি’ ব্র্যান্ডের তৈরি কাস্টমাইজড শাড়ি পরে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন কাপুরদের সুপারস্টার বউমা। কারণ, এই প্রথম সংশ্লিষ্ট সংস্থার তরফে শাড়ি তৈরি করা হয়। ধূসর রঙের জালবোনা সেই শাড়ি পরেই ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় সমস্ত স্পটলাইট কেড়ে নিয়েছিলেন আলিয়া ভাট।
910
দ্বিতীয় সন্তান নিয়ে মুখে কুলুপ!
যদিও এতকিছুর মধ্যে কাপুর পরিবারে দ্বিতীয় সন্তান আসছে কীনা তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি আলিয়া কিংবা স্বামী রণবীর।
1010
উচ্ছ্বসিত অনুরাগীরা
এদিকে কানের মঞ্চে আলিয়ার স্পষ্ট স্ফীতদোর নিয়ে যখন নানারকম জল্পনা চলছে নেটপাড়ায় তা নিয়ে অবশ্য বেশ খুশিই তার অনুরাগীরা। তবে এখন দেখার এই জল্পনা আদেও সত্যি হয় কীনা! নাকি জল্পনায় জল ঢালবেন কাপুর কাপল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।