
National Film Festival Award: রানির মুখোপাধ্যায়ের মুকুটে জুড়ল আরও এক সাফল্যের মুকুট। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা জিতলেন বলিউডের অন্যতম নামজাদা এই অভিনেত্রী। জানা গিয়েছে, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অসামান্য অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন তিনি। একই সঙ্গে সেরা অভিনেতা হিসেবে নজর কেড়েছেন বলিউডের কিং খান এবং টুয়েলভ ফেল-এর অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
'জওয়ান' ছবির জন্য বলিউড অভিনেতা শাহরুখ খানকে সেরা অভিনেতা সম্মান দেওয়া হয়েছে। একই সম্মানে ভূষিত হয়েছেন টুয়েলভ ফেল-এর নায়ক বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। এবং সান্যা মালহোত্রা অভিনীত এবং যশোবর্ধন মিশ্র পরিচালিত ব্যঙ্গাত্মক কমেডি ছবি 'কাঠাল' শ্রেষ্ঠ হিন্দি ফিচার ফিল্মের খেতাব জিতে নিয়েছে। এর গল্প বলার ধরন এবং অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই জুড়ি তাদের চূড়ান্ত প্রতিবেদন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী এল মুরুগানের কাছে শুক্রবার বিকেল ৪টের সময় জমা দিয়েছেন।
এছাড়াও আঞ্চলিক ভাষায় সেরা সিনেমাগুলি হল-
শ্রেষ্ঠ তেলুগু ছবি: অনিল রাবিপুডি পরিচালিত 'ভগবন্ত কেসারি' (Bhagvanth Kesari)।
শ্রেষ্ঠ তামিল ছবি: রামকুমার বালাকৃষ্ণন পরিচালিত 'পার্কিং' (Parking)।
শ্রেষ্ঠ মালয়ালম ছবি: ক্রিস্টো টমি পরিচালিত 'উল্লোঝুক্কু' (Ullozhukku)।
শ্রেষ্ঠ কন্নড় ছবি: কে যশোদা প্রকাশ পরিচালিত 'কান্দীলু' (Kandeelu)।
শ্রেষ্ঠ মারাঠি ছবি: সুজয় সুনীল দাহাকে পরিচালিত 'শ্যামচি আই' (Shyamchi Aai)।
শ্রেষ্ঠ বাংলা ছবি: 'ডিপ ফ্রিজ' (Deep Fridge)।
শ্রেষ্ঠ অসমীয়া ছবি: 'রঙাটাপু' (Rongatapu)।
শ্রেষ্ঠ গুজরাটি ছবি: 'ভাশ' (Vash)।
শ্রেষ্ঠ পাঞ্জাবি ছবি: বিজয় কুমার অরোরা পরিচালিত 'গোড্ডে গোড্ডে চা' (Godday Godday Chaa)।
শ্রেষ্ঠ ওড়িয়া ছবি: শুভ্রাংশু দাস পরিচালিত 'পুশকর' (Pushkara)।
শ্রেষ্ঠ গারো ছবি: 'রিমদোগিত্তাঙ্গা' (Rimdogittanga)।
শ্রেষ্ঠ তাই ফাকে ছবি: 'পাই তাং' (Pai Tang)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।