বলিউড কাঁপাতে আসছে 'WAR 2'! কবীর রূপেই দেখা দেবেন হৃতিক, খলনায়ক কে হয়েছে জানেন? টিজার দেখলে আঁতকে উঠবেন

Published : May 20, 2025, 02:20 PM IST
War

সংক্ষিপ্ত

হৃতিক রোশন অভিনীত 'WAR 2' ছবির টিজার মুক্তি পেয়েছে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে কিয়ারা আদভানিও অভিনয় করছেন। ছবিতে খলনায়ক কে জানেন?

আবার রোমহর্ষক অ্যাকশন নিয়ে আসছে বলিউড! তাও আবার পর্দায় তোলপাড় করতে দেখা যাবে হৃতিক রোশনকে। 'WAR2' (ওয়ার ২) এর হাত ধরে ফের দর্শকদের উত্তেজনা বাড়াতে আসছেন হৃতিক। তবে শুধু তাই নয়, থাকছে আরও একটা দারুণ চমক। ফের এজেন্ট কবির হয়েই ফিরে আসছেন অভিনেতা কিন্তু তার সঙ্গে এবার পর্দায় থাকছেন আরও এক অভিনেতা। কে জানেন?

ওয়ার ২-তে দর্শকদের চমকে দিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে জুনিয়র এনটিআর-কে (Jr NTR)। এই ছবির পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায়।

অবশেষে মুক্তি পেয়ে গিয়েছে এই ছবির টিজারও। Jr NTR এর জন্মদিনের উপলক্ষে ইন্টারনেটকে ঝড়ের মতো আছড়ে ফেলেছে এই টিজার। ২০২৫ সালেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

ইতিমধ্যেই নিজের এক্স প্রোফাইল থেকে টিজারটি শেয়ার করে ফেলেছেন হৃতিক। হিন্দি, তেলুগু এবং তামিল ভাষায় প্রকাশ পেয়েছে এই টিজার। সিনেমাটি ১৪ আগস্ট, ২০২৫ তারিখে থিয়েটারে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। টিজারে ফের কবীর চরিত্রে দেখা গিয়েছে হৃতিককে। এই টিজারে একটি নেকড়ের সঙ্গেও লড়াই করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

টিজারে দর্শকদের মন কেড়ে নিয়েছে সুইমিং ড্রেস পরিহিত কিয়ারা আদভানি। ছবিতে হৃতিকের সঙ্গে বেশ কয়েকটি রোম্যান্টিক দৃশ্যতে দেখা যাবে অভিনেত্রীকে।

 

পিঙ্কভিলার একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে "'War 2' হল YRF স্পাই ইউনিভার্সের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিনেমা, যা 150 দিনের মধ্যে বিশ্বজুড়ে শুট করা হয়েছে।" এটি অতিরঞ্জিত নয়। স্পেন, ইতালি, আবু ধাবি, জাপান, রাশিয়া এবং ভারতের মতো আর্কষণীয় স্থানে শুটিং করা হয়েছে। জুনিয়র এনটিআর খলনায়ক চরিত্রে অভিনয় করবেন এই ছবিতে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?