সাসটেনেবিলিটি অ্যাওয়ার্ডস নাইটে তারকার মেলা। ভূমি পেডনেকার, কালকি কোয়েচলিন, দিয়া মির্জা, রবিনা ট্যান্ডনের মতো তারকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়।
সাসটেনেবিলিটি অ্যাওয়ার্ডস নাইটে তারকার মেলা। ভূমি পেডনেকার, কালকি কোয়েচলিন, দিয়া মির্জা, রবিনা ট্যান্ডনের মতো তারকাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয়। শাড়িকেও যে ফ্যাশনের অঙ্গ করে তোলা যায়, সেটা ফের দেখিয়ে দিলেন ভূমি। সাদা-কালো ড্রেসের সঙ্গে কালো ব্লেজারে রাত্রির সৌন্দর্য বাড়িয়ে দেন কালকি। দিয়ার পরণেও ছিল কালো পোশাক। সাদা গাউনে চমক দেন রবিনা। হাই স্লিট লাল ড্রেসে হাজির হন শ্বেতা ত্রিপাঠি।