অনিল কাপুরের বাড়িতে মহাশিবরাত্রি উদযাপন করলেন তারকারা, ভাইরাল হল উৎসবের ছবি

Published : Feb 27, 2025, 04:14 PM IST

অনিল কাপুরের বাড়িতে মহাশিবরাত্রির পুজো অনুষ্ঠিত হল, যেখানে রানি মুখার্জি, শিল্পা শেঠি, উর্মিলা মাতন্ডকর সহ অনেক তারকা উপস্থিত ছিলেন। ভাইরাল ছবিগুলি দেখুন।

PREV
15

২৬শে ফেব্রুয়ারি দেশজুড়ে মহাশিবরাত্রি উদযাপিত হল। এই বিশেষ দিনে অনিল কাপুর তার বাড়িতে পুজোর আয়োজন করেন।

25

এই বিশেষ অনুষ্ঠানে বলিউডের নামী তারকারা উপস্থিত ছিলেন। প্রথমেই কপালে ভস্ম লাগিয়ে রানি মুখার্জিকে দেখা গেল।

35

এরপর শিল্পা শেট্টিকে দেখা গেল। তিনি সেখানে উপস্থিত পাপারাজ্জিদের পোজও দিলেন।

45

উর্মিলা মাতন্ডকরও অনিল কাপুরের বাড়িতে মহাশিবরাত্রির পুজোয় উপস্থিত ছিলেন।

55

এই উপলক্ষে অভিনেত্রী পদ্মিনী কোহলাপুরেও অনিল কাপুরের বাংলোয় উপস্থিত ছিলেন। এই ছবিগুলি বেশ দ্রুত ভাইরাল হচ্ছে।

click me!

Recommended Stories