৬ নভেম্বর বয়ফ্রেন্ড মিঠুন শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রখ্যাত গায়িকা পলক মুছাল। পলক রবিবার সাত রাউন্ড নিয়েছিলেন, সাত পাকে বাঁধা পড়ার পর গায়িকা আয়োজন করেন এক জমকালো রিসেপশন। রিসেপশনে হাজির হয়েছিলেন ছোট থেকে বড় পর্দার নামি দামি তারকারা।
নববধূর নব রূপে বুঁদ হয়েছেন সকলেই, লাল লেহেঙ্গার সঙ্গে কোঁকড়ানো চুল, গলার ভারী নেকলেস, মাং টিকা ও কানের দুল পরা পলকের লুক ভাইরাল হয়েছে ইতোমধ্যেই। একই সঙ্গে বিয়ের পাত্র মিঠুনের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। পাশাপাশি দাঁড়িয়ে নবদম্পতিকে দেখতে হাজির হয়েছিলেন পাপারাজ্জিরাও।জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পলক মুছালের বিয়ের রিসেপশন। রশ্মি দেশাই, রুবিনা দিলাইক, অভিনব শুক্লা, ডেইজি শাহ, উদিত নারায়ণ, আদিত্য নারায়ণ, ভূষণ কুমার,সোনু নিগম রূপালী গাঙ্গুলী সহ বহু সেলিব্রিটি পৌঁছেছিলেন।