বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষকৃত্য সমাবেশ, দ্বিতীয় ময়নাতদন্তের পর আজ হল বিখ্যাত গায়ক জুবিনের শেষকৃত্য

Published : Sep 23, 2025, 12:18 PM IST
zubeen garg funeral  sister perform last ritess

সংক্ষিপ্ত

সিঙ্গাপুরে জলে ডুবে প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষকৃত্য জাতীয় মর্যাদায় সম্পন্ন হয়। জনগণের দাবি মেনে তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এবং স্টেডিয়ামে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর দেহ রাখা হয়েছিল अंतिम শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। 

মৃত্যুর পরেও নিজের খ্যাতির প্রমাণ দিয়েছেন জুবিন গর্গ। আজ তাঁকে অন্তিম বিদায় জানানোর দিন। সিঙ্গাপুরে জলে ডুবে মৃত্যু হয়েছিল জুবিনের। এই মৃত্যু মানতে নারাজ অসমবাসী। তাই সকলের দাবি মেনে মঙ্গলবার গায়কের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। সকালে ময়নাতদন্তের পর শুরু হবে শেষযাত্রা। জাতীয় মর্যাদায় মঙ্গলবার হল শেষকৃত্য। এটি ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষকৃত্য সমাবেশ। দাবি করেছে, লিমকা বুক অফ রেকর্ডস। তৃতীয় স্থানে আছে মাইকেল জ্যাকসন। 

জনপ্রিয় গায়ক জুবিনকে যাতে শেষবারের মতো দেখতে পারে তার ভক্তরা সে কারণে ২৪ ঘন্টারও বেশিসময় ধরে গায়কের দেহ রাখা হয়েছিল স্টেডিয়ামে। সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ হাই কমিশন ও ভুটানের রাজা, অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, গায়ক পাপন শেষ শ্রদ্ধা জানিয়েছেন জুবিনকে। মঙ্গলবার শেষকৃত্যের সিদ্ধান্ত হওয়ার সোমবার দিনভর প্রিয় জুবিনকে শেষবার দেখতে ভিড় জমান সকলে। ভুটানের রাজার কথায়, জুবিন ঐক্যেপ একজন দূত। জুবিনের সঙ্গীত সীমানা পেরিয়ে দেশ ও বিশ্বের অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়েছে। এটি ইতিমধ্য়েই প্রমাণিত হয়েছে। প্রিয় জুবিনের প্রতি শ্রদ্ধা জানাতে গুয়াহাটিতে বিশেষ প্রতিনিধি এসে শেষ শ্রদ্ধা জানিয়েছে।

এদিকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে এসেছিল তাঁরই প্রিয় চার পোষ্য। গায়কের স্ত্রী গরিমা ও পরিবারের অন্যান্য সদস্যারা ইকো, দিয়া, রাম্বো ও মায়াকে স্টেডিয়ামে নিয়ে আসেন। ভাইরাল হয়েছিল সেই ছবি।

এদিকে গায়ক জুবিন গার্গের মৃত্যুর পর অসম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছিলেন যে এই সময়ে কোনও সরকারি বিনোদন, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং সর্বজনীন উদযাপন বন্ধ ছিল। তিন দিনের রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

প্রসঙ্গত, জন্ম সূত্রে অসমিয়া হলেও বাংলা, হিন্দি, অহমিয়া সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়ে বিশ্বকে মাতিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে আচমকা তার মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন জগতে। শোকস্তব্ধ বিশ্বজুড়ে তার অনুরাগীরা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় জলেই হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন তিনি। সিঙ্গাপুর পুলিশের তরফে দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জনপ্রিয় এই গায়ককে ভর্তি করা হয় আইসিইউ-তে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জুবিন গর্গের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অসম সহ গোটা দেশ। শোকে কাতর তার কলাকুশলীরা। তার অকাল প্রয়াণ সঙ্গীত জগতের জন্যও অপূরণীয় ক্ষতি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা