
অভিনেতা ভিকি কৌশলের ঐতিহাসিক নাটক 'Chhaava' ('ছাবা) ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। অর্থাৎ ৫০০ কোটির বক্স অফিস কালেকশনে ঢুকে পড়লেন ক্যাটরিনা কাইফের স্বামীও। লক্ষ্মণ উটেকর পরিচালিত ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে তৈরি এই সিনেমাটি। রিলিজের মাত্র ২৩ দিনে এই উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ সালে 'Chhaava'ই প্রথম ছবি সেটি ৫০০ কোটির বক্স অফিস কালেকশন ক্যাম্পে ঢুকল।
এই অসাধারণ সাফল্যে ভিকি কৌশল সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছেন, "আপনাদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ।"
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করে এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি লিখেছেন, "৫০০ নট আউট... #Chhaava [২২তম দিনে] এলিট ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করলো, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোর মধ্যে অন্যতম।" তিনি আরও তথ্য তুলে ধরেন। বলেন, যে সিনেমাটির মূলত তেলেগু, সেখানে রিলিজের মাত্র তিন সপ্তাহ পরেই হিন্দিতে মুক্তি পেয়েছে। সেটিও সারাদেশে দর্শকদের আকর্ষণ করছে।
<br>এই সাফল্যের সঙ্গে, 'Chhaava' ভিকি কৌশলের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে দাঁড়িয়েছে। যা তার আগের ব্লকবাস্টারগুলোকেও ছাড়িয়ে গেছে। আগের সফল ছবিগুলির মধ্যে রয়েছে উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক, রাজি। ছাবা ছবিতে ভিকি বাড়তি পাওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। মোদীও ছবিটি দেখে প্রংশসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী সিনেমাতে মহারাষ্ট্রের অবদান স্বীকার করে বলেন, "আর আজকাল তো, 'Chhaava'র ধুম লেগে আছে।" তিনি মারাঠি লেখক শিবাজী সাওয়ান্তের উপন্যাস 'Chhava'-কে সম্ভাজি মহারাজের উত্তরাধিকারকে সামনে আনার জন্য কৃতিত্ব দেন এই সম্মানের প্রতিক্রিয়ায় ভিকি কৌশল ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য শেয়ার করে লিখেছেন, “শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়! মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞ। #Chhaava।”তার সহ-অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাও তার কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, "ধন্যবাদ @narendramodi স্যার। এটা সত্যিই সম্মানের।"</p><div type="dfp" position=3>Ad3</div><p>সিনেমাটিতে ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে, অক্ষয় খান্না সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে এবং রশ্মিকা মান্দান্না ইয়েসুবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন। </p>