১১ অগাস্ট মুক্তি পাবে 'কমান্ডো' সিরিজের নতুন ছবি । মুম্বইতে ছবির প্রচার সারলেন আদা শর্মা ও প্রেম পারিজা ।
১১ অগাস্ট মুক্তি পাবে 'কমান্ডো' সিরিজের নতুন ছবি । 'কমান্ডো ৩' ছবিতে বিদ্যুতের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল আদা শর্মাকে । এবারে বিদ্যুতের পরিবর্তে নায়ক হিসেবে থাকছে নবাগত প্রেম পারিজা । মুম্বইতে ছবির প্রচার সারলেন আদা শর্মা ও প্রেম পারিজা । প্রেমকে স্টান্ট করতেও দেখা যায় এদিন ।