১৩ জানুয়ারি মুক্তি পাবে ডার্ক কমেডি ঘরানার ছবি 'কুত্তে', অভিনয় করেছেন অর্জুন, তব্বু , রাধিকা মদন, নাসিরউদ্দিন শাহ । জোরকদমে প্রচার চালাচ্ছে অর্জুন কাপুর ।
১৩ জানুয়ারি মুক্তি পাবে ডার্ক কমেডি ঘরানার ছবি 'কুত্তে'। অভিনয় করেছেন অর্জুন, তব্বু , রাধিকা মদন, নাসিরউদ্দিন শাহ । এছাড়াও আছেন কঙ্কনা সেনশর্মা, কুমুদ মিশ্র প্রভৃতি । ছবিটি পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ । জোরকদমে প্রচার চালাচ্ছে অর্জুন কাপুর ও রাধিকা মদন ।