‘ধুম ধাম’ ছবির স্ক্রিনিংয়ে তারকাদের মেলা, ইশার আগে ফিকে ইয়ামি, রইল ছবি

Published : Feb 13, 2025, 03:03 PM IST

মুম্বাইয়ে 'ধুম ধাম' ছবির স্ক্রিনিংয়ে তারকাদের ভিড়। ইয়ামি গৌতমের অদ্ভুত পোশাকে সবার নজর কাড়ল, সেখানে ঈশা কোপ্পিকরও তার লুকে ঝড় তুললেন।

PREV
110

গত রাতে মুম্বাইয়ে আসন্ন ছবি ধুম ধামের স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। 

210

এই উপলক্ষে টিভি থেকে শুরু করে বলিউড তারকারা উপস্থিত ছিলেন। খাল্লাস গার্ল খ্যাত ঈশা কোপ্পিকরের জেল্লা দেখা গেল।

310

অন্যদিকে, ছবির মুখ্য অভিনেত্রী ইয়ামি গৌতম এই উপলক্ষে অদ্ভুত পোশাকে দেখা গেল। রণবীর সিং বিশেষভাবে উপস্থিত ছিলেন।

410

ছবি ধুম ধামের স্ক্রিনিংয়ে ইয়ামি গৌতম স্বামী আদিত্য ধর সহ ছবির তারকাদের সাথে পোজ দিলেন। 

510

সোফি চৌধুরীও ছবি ধুম ধামের স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। সোফি স্টাইলে ফটোগ্রাফারদের পোজ দিলেন। 

610

এদিন সবুজ পোশাকে দেখা যায় ইয়ামিকে। 

710

সব মিলিয়ে জমজাট ছিল সন্ধ্যা। তারকাদের হাট বসেছিল সেখানে।

810

ট্রেলার মুক্তি থেকেই দর্শকদের কৌতুহল বেড়েই চলেছে। ট্রেলার থেকে স্পষ্ট একেবারে ভিন্ন চরিত্রে দেখা দিচ্ছেন ইয়ামি গৌতম।

910

কোনও গৃহবধূ নয়। বরং রণংদেহী রূপে দেখা যাবে ইয়ামিকে। 

1010

মাতৃত্বের গুরু দায়িত্ব পালনের গল্প নিয়ে তৈরি এই ছবি।

click me!

Recommended Stories