গত রাতে মুম্বাইয়ে আসন্ন ছবি ধুম ধামের স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।
210
এই উপলক্ষে টিভি থেকে শুরু করে বলিউড তারকারা উপস্থিত ছিলেন। খাল্লাস গার্ল খ্যাত ঈশা কোপ্পিকরের জেল্লা দেখা গেল।
310
অন্যদিকে, ছবির মুখ্য অভিনেত্রী ইয়ামি গৌতম এই উপলক্ষে অদ্ভুত পোশাকে দেখা গেল। রণবীর সিং বিশেষভাবে উপস্থিত ছিলেন।
410
ছবি ধুম ধামের স্ক্রিনিংয়ে ইয়ামি গৌতম স্বামী আদিত্য ধর সহ ছবির তারকাদের সাথে পোজ দিলেন।
510
সোফি চৌধুরীও ছবি ধুম ধামের স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। সোফি স্টাইলে ফটোগ্রাফারদের পোজ দিলেন।
610
এদিন সবুজ পোশাকে দেখা যায় ইয়ামিকে।
710
সব মিলিয়ে জমজাট ছিল সন্ধ্যা। তারকাদের হাট বসেছিল সেখানে।
810
ট্রেলার মুক্তি থেকেই দর্শকদের কৌতুহল বেড়েই চলেছে। ট্রেলার থেকে স্পষ্ট একেবারে ভিন্ন চরিত্রে দেখা দিচ্ছেন ইয়ামি গৌতম।
910
কোনও গৃহবধূ নয়। বরং রণংদেহী রূপে দেখা যাবে ইয়ামিকে।
1010
মাতৃত্বের গুরু দায়িত্ব পালনের গল্প নিয়ে তৈরি এই ছবি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।