ছবিটি কোনও বায়োগ্রাফি না হলেও, 'র'-এর বাস্তব গোপন মিশন থেকে অনুপ্রাণিত। এর ফলে ছবির বাস্তবসম্মত হয়ে উঠেছে, যা শুরুতেই দর্শক মনে আগ্রহ তৈরি করেছে। ছবিতে উঠে আসবে পাকিস্তানের লিয়ারি উপত্যকার কাহিনি। যেখানে রণবীরের চরিত্র জঙ্গি ও অপরাধী চক্রের মোকাবিলা করে। গুপ্তচরবৃত্তি, ছদ্মবেশ এবং মানসিক কৌশল এই মিশনের মূল অংশ।