
গুরুতর অসুস্থ বলিউড অভিনেত্রী সায়েরা বানু। বর্ষীয়ান অভিনেত্রী সায়েরা বানুর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। জানা গিয়েছে, নিউমোনয়ায় আক্রান্ত তিনি। পাশাপাশি হাঁটুতে দুটি ক্লট ধরা পড়েছে। গত কয়েকদিন ধরেই অসুস্থ দিলীপ কুমারের স্ত্রী। ঠিক মতো চলাফেরা করতে পারেন না। তবে, এখনও হাসপাতালে ভর্তির খবর মেলেনি।
সায়েরা বানু ও দিলীপ কুমারের সম্পর্ক সব সময়ই থাকে চর্চায়। ১৯৬৬ সালে বছর বাইশের সায়েরা বানু বিয়ে করেছিলেন দিলীপ কুমারকে। এক সময় দর্শকদের চোখের মণি ছিলেন সায়েরা বানু। একের পর এক উপহার দিয়েছেন সায়েরা বানু। দিওয়ানা, ভিক্টোরিয়া নাম্বার, গোপী থেকে সাহিগা মাহাতো, দুনিয়ার মতো ছবিতে নজর কেড়েছিলেন তিনি।
সে সময় একাধিকবার দিলীপ কুমারের সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাঁকে। শেষে রিল থেকে রিয়েল লাইফ জুটি হন তাঁরা। শুরু হয়েছিল সমালোচনা। সায়েরা বানুর এই সিদ্ধান্ত নিয়ে নানান কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু, দাম্পত্য জীবনে খুশিই ছিলেন সায়েরা বানু। সব সময় দিলীপ কুমারের ছায়া হয়ে থেকেছেন। ২০২১ সালে ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। সেই থেকে নিঃসঙ্গতায় ভুগছেন তিনি। মাঝে মধ্যেই আসে তাঁর অসুস্থতার খবর। এবার ফের প্রকাশ্যে এল সায়েরা বানুর শারীরিক জটিলতার খবর। জানা গিয়েছে গুরুতর অসুস্থ অভিনেত্রী।
সব মিলিয়ে খবরে অভিনেত্রী সায়রা বানু। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন তাঁর ভক্তগণেরা। সকলেই তার সুস্বাস্থ্য কামনা করছেন। তাঁর শরীরিক অবস্থা দ্রুত সুস্থ হয়ে উঠুক তা সকলেরই কাম্য।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।