আচমকাই প্রয়াত হলেন পরিচালক প্রদীপ সরকার, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর । পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে এলেন গোটা বলিউড ।
আচমকাই প্রয়াত হলেন পরিচালক প্রদীপ সরকার, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ মৃত্যু হয় তাঁর । পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে এলেন গোটা বলিউড । 'পরিনীতা' থেকে 'মর্দানি'র মত ছবি বলিউডে এসেছিল তাঁরই হাত ধরে | প্রদীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অভিনেত্রী বিদ্যা বালান, রানি মুখোপাধ্যায় ,দীপিকা পাডুকোন, দিয়া মির্জা, নীল নিতিন মুকেশ ও আর অনেকে |