আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে এখনও ফুঁসছে জনতা। হায়দরাবাদে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২-র প্রিমিয়ার হয়। সেখানে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। এই ঘটনায় গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। পরে তিনি যদিও জামিন পান। এবার এই নিয়ে মন্তব্য করলেন, রামগোপাল বর্মা।
রামগোপাল বর্মা প্রশ্ন করেন, কুম্ভমেলা বা ব্রাক্ষোৎসবে যদি কেউ পদপিষ্ট হন, তাহলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? দ্বিতীয়ত, রাজনৈতিক জমায়েতে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হবে তো?
আরও দুটি প্রশ্ন তুলেছেন পরিচালক। আরও তিনি লিখেছেন, চলচ্চিত্র সংক্রান্ত কোনও অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি নায়ক-নায়িকা দুজনকেই গ্রেফতার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে।
রামগোপাল বর্মা যেমন গ্রেফতারির বিষয় বিরোধিতা করেছেন তেমনই ভিন্ন সুর ছিল কঙ্গনার গলায়। তিনি খানিক ভিন্ন ভাবে ঘটনার বিরোধিতা করেন। অল্লুকেও কটাক্ষ করেন কঙ্গনা। কঙ্গনা বলেন, আল্লু অর্জুনের গ্রেফতারের ঘটনা সত্যিই খুব হতশাজনক। আমি আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।
এদিকে সদ্য মুক্তি পেয়েছ আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২। ছবি ইতিমধ্যেই গড়েছে রেকর্ড। ছবির আয় নজর কেড়েছে সকলের। এদিকে জেল থেকে বাড়ি ফিরতেই আল্লুর সঙ্গে দেখা করতে যানা নাগা চৈতন্য ও রানা দগ্গুবতী।