গ্রান্ড দিওয়ালি পার্টিতে বেস্ট ফ্রেন্ড দিশা পাটানির হাত ধরে পার্টিতে এলেন মৌনি রায়। নিজেদের ডিজলিং লুক দিয়ে ভক্তদের মাত করে দিলেন দুজনে।
দিওয়ালি পার্টিতে চাঁদের হাট। বেস্ট ফ্রেন্ড দিশা পাটানির হাত ধরে পার্টিতে এলেন মৌনি রায়। ছুটি কাটানো হোক বা ডিনার পার্টি-মোনি আর দিশা একসঙ্গেই থাকেন। বুধবার রাতে গ্রান্ড দিওয়ালি পার্টি এই দুই তারকাকে একসঙ্গেই দেখা গেল। আর প্রতিবারের মতই নিজেদের ডিজলিং লুক দিয়ে ভক্তদের মাত করে দিলেন দুজনে।