বিছানায় নয়, বরং ফোন সেক্সও করতে হয়েছিল রাধিকাকে, কারণ জানলে আঁতকে উঠবেন

Published : Jan 13, 2023, 10:46 PM IST

একাধিক কাটাছেড়া চরিত্রের মধ্যে এমন কাজ হয়তো আগে কখনও করতে হয়নি রাধিকাকে। পরিচালক অনুরাগ কাশ্যপের 'দেব ডি' ছবিতে অডিশন দেওয়ার জন্য 'ফোন সেক্স' করতে হয়েছিল রাধিকা আপ্তেকে।

PREV
19


বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার।  বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন।

29

ডি-গ্ল্যাম লুকের বাইরে যে কোনও সাধারণ চরিত্র-সবেতেই সাবলীল এই তন্বী নায়িকা। একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিকা। 

39

বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে  আন্তর্জাতিক  ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। বারবার নিজেকে ভাঙা গড়ার খেলায় মেতে উঠেছেন  রাধিকা আপ্তে। 

49

বলিপাড়ার একঝাঁক নায়িকাদের ভিড়ে রাধিকা যেন  সকলের চেয়ে একটু হলেও আলাদা। চরিত্রের জন্য যতটা গভীরে যাওয়া যায় ততটাই যেতে রাজি রাধিকা আপ্তে। তবে 'পার্চড' ছবিতে রাধিকাকে পুরো নগ্ন অবস্থায় আদিল হুসেনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেই বয়কটের ডাক উঠেছিল। 

59

হাজারো বিতর্কের ঝড় উঠলেও পিছু হঠেনি রাধিকা আপ্তে। তবে একাধিক কাটাছেড়া চরিত্রের মধ্যে এমন কাজ হয়তো আগে কখনও করতে হয়নি রাধিকাকে। পরিচালক অনুরাগ কাশ্যপের 'দেব ডি' ছবিতে অডিশন দেওয়ার জন্য 'ফোন সেক্স' করতে হয়েছিল রাধিকা আপ্তেকে।

69

রাধিকা নিজেই জানিয়েছেন, ২০০৯ সালে অনুরাগ কাশ্যপের ছবির জন্য  'ফোন সেক্স' করেছিলেন রাধিকা। যদিও শেষ পর্যন্ত রাধিকাকে ছবিতে দেখা যায়নি। সেই ছবিতে অভিনয় করেছিলেন কল্কি কোয়েচলিন। নেহা ধুপিয়া একতা কাপুরের এক সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন। 

79

রাধিকা বলেছিলেন, আমার কেরিয়ারে সবচেয়ে অদ্ভুত অডিশন হল অনুরাগের দেব ডি।  ওই অডিশনের জন্য টেনে চুল বাঁধতে হয়েছিল, ললিপপ মুখে রেখে দিতে হতো, এবং এর পাশাপাশি আরও অনেক কিছুই করতে হতো।

89

রাধিকা আরও জানান, মুম্বইয়ে আসার আগে আমি পুণেতে থাকতাম। তখনও কোনওদিনই ফোন সেক্স করিনি। তবু অনুরাগের ফিল্মে অডিশনের জন্য ফোন সেক্সও করেছিলাম। রাধিকার কথা শুনেই হতবাক হয়ে গিয়েছিলেন নেহা। তবে শেষ পর্যন্ত বেশ মজা লেগেছিল কিন্তু ছবিতে অভিনয় করেননি রাধিকা আপ্তে।
 

99

বলিউডে সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে  আন্তর্জাতিক  ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও মাতাচ্ছেন তিনি। একাধিক বিতর্কের মুখে পড়েও বড়পর্দা, ওয়েবে প্রথমসারির নায়কদের পাশে দাঁপিয়ে কাজ করছেন রাধিকা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories