মক্কায় গিয়ে অঝোরে কেঁদে ফেললেন রাখি। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে কাঁদলেন রাখি । রাখিকে নকল করে মজা করলেন শার্লিন ।
আদিল দুরানি বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি সাওয়ান্তকে ঘিরে । চুপ থাকেনি রাখি, সেও পাল্টা আঘাত করেছেন । আদিলের পাশাপাশি শার্লিনের বিরুদ্ধেও অভিযোগ করেন রাখি । এরপর মক্কায় গিয়ে অঝোরে কেঁদে ফেললেন রাখি। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে কাঁদলেন রাখি । রাখিকে নকল করে মজা করলেন শার্লিন ।