ভাইজানের হুবহু ছবি খোদাই করা বুকে, গ্যালাক্সির সামনে পোশাক সরিয়ে তা দেখালেন 'সলমন কি দিওয়ানি'

Published : Dec 28, 2022, 11:56 AM IST
Salman Khan Fan

সংক্ষিপ্ত

ভাইজানের জন্মদিনের দিন তাকে শুভেচ্ছা জানাতে নিজের বুকে সলমনের ট্যাটু করিয়েছেন এই মহিলা। গ্যালাক্সির সামনে এসে সেই ট্যাটু পোশাক সরিয়ে সকলকে দেখান সেই ফ্যান।

গতকালই ৫৭-তে পা দিলেন সলমন খান। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় ভাইজানকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে সকলের মধ্যে নজর কেড়েছেন সলমন এক মহিলা ফ্যান। ভাইজানের জন্মদিনের দিন তাকে শুভেচ্ছা জানাতে নিজের বুকে সলমনের ট্যাটু করিয়েছেন এই মহিলা। গ্যালাক্সির সামনে এসে সেই ট্যাটু পোশাক সরিয়ে সকলকে দেখান সেই ফ্যান।

সলমনের অন্ধভক্তদের মধ্যে নজর কেড়েছেন এই মহিলা ফ্যান। সলমন কি দিওয়ানি বলে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি রয়েছে এই ফ্যানের। কালো রঙের পোশাকের উপর দিয়ে জ্বলজ্বল করছে সলমনের মুখ। গ্যালাক্সির সামনে দাঁড়িয়ে পাপারাৎজির ক্যামেরায় একের পর এক পোজ দিয়েছেন সলমনের এই অন্ধভক্ত। ভাইজানের জন্মদিনের দিনই শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন এই মহিলা ভক্ত। ঝড়ের গতিতে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সলমনের কি নজরে পড়ল এই ভক্ত, আপাতত তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।'

 

 

প্রতিবারের মতো মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছিলসেলিব্রেশন। কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন সেলিব্রেশন করেছেন ভাইজান। কালো টি-শার্ট ও কালো প্যান্ট পরে ধরা দিলেন ভাইজান। মিডিয়ার সঙ্গে কেক কেটে তাদের ধন্যবাদও জানালেন ভাইজান। মুম্বইয়ের বাড়িতেই এই পার্টির আয়োজন করেছিল সলমনের বোন অর্পিতা খান শর্মা। সলমনের বার্থডে -তে চাঁদের হাট বসেছিল।পার্টিতে এসেছিলেন বলি অভিনেত্রী টাবু, বোন অলভিরা এবং স্বামী অতুল অগ্নিহোত্রী। এখানেই শেষ নয়, একের পর এক চমক অপেক্ষা করেছে ভক্তদের জন্য। সলমনের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন সোনাক্ষী শর্মা এবং সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি। গাঢ় নীল রঙের ড্রেসে পার্টিতে হাজির হয়েছিলেন সঙ্গীতা বিজলানি এবং ভাইজানের সঙ্গে ম্যাচিং করে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে সঙ্গীতা বিজলানিকে। 

 

 

ভাইজানের বার্থ ডে পার্টিতে হাজির হন কার্তিক আরিয়ান, রীতেশ দেশমুখ, সিদ্ধান্ত চতুর্বেদী, পুলকিত সম্রাটও এসেছিলেন বান্ধবী কৃতি খরবন্দাকে নিয়ে।দিনকয়েক আগেই সলমনের সঙ্গে নাম জড়িয়েছিল কিসি কা ভাই কিসি কা জান-এর নায়িকা পূজা হেগড়ের। তিনিও বাদ পড়েননি তালিকা থেকে। বরং পার্টিতে হাজির হয়েছিলেন পূজা। এমনকী সলমনের বিদেশি প্রেমিকা ইউলিয়াও বার্থ ডে পার্টিতে নজর কেড়েছেন। তবে একাধিক প্রেমিকাদের সলমনের জন্মদিনে দেখা গেলেও নজর কাড়েননি জ্যাকলিন ফার্ণান্ডেজ। সুকেশ মামলায় নাম জড়াতেই কি জ্যাকলিনকে এড়িয়ে চলছেন বলি অভিনেতা। পার্টির বড় চমক দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সবার শেষে এসে পার্টির রোশনাই আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?